খালিয়াজুরীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে অবহিতকরণ সভা

নেত্রকোণা জেলাধীন খালিয়াজুরী উপজেলা সদর হাসপাতালে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে ১৩ ই মার্চ বৃহস্পতিবার বেলা ১১'০০ ঘটিকার সময় হাসপাতালের হল রুমে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
অত্র হাসপাতালের সেনেটারি ইন্সপেক্টর মোহাম্মদ ফজলুল হক এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডাক্তার মারুফ আলম তালুকদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ উজ্জল হোসেন।
সভাপতি ডাক্তার মারুফ আলম তালুকদার জানান অত্র উপজেলায় ৬টি ইউনিয়নে মোট ১৪৪ টি epi কেন্দ্রে ছয় মাস থেকে পাঁচ বছরের শিশুদেরকে আগামী ১৫ ই মার্চ ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
প্রধান অতিথি মোহাম্মদ উজ্জ্বল হোসেন বলেন, ছয় মাস থেকে ৫ বছরের প্রতিটি বাচ্চাকেই যেন ভিটামিন এক ক্যাপসুল খাওয়ানো হয়। এ বিষয়ে আমাদের সকলকে সচেতন থাকতে হবে। কোন শিশুই যেন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো থেকে বঞ্চিত না হয়।
এ সময় অত্র হাসপাতালের (ভারপ্রাপ্ত) পরিসংখ্যানবিদ মোহাম্মদ রফিকুল ইসলাম, ষ্টোর কিপার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ শফিকুল ইসলাম, হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স সহ কর্মচারীবৃন্দ, খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ হাবিবুল্লাহ,অত্র হাসপাতাল মসজিদের ইমাম সহ এলাকার, শিক্ষক, ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: