কলমাকান্দায় বাস থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও কসমেটিকসসহ আটক ২

ঢাকা-কলমাকান্দা রোডে চন্দ্রডিঙ্গা ট্রাভেলসের একটি বাস থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও কসমেটিকস উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় বাস থেকে দুইজনকে আটক করা হয়েছে।
সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতীয় মদ ও কসমেটিকস আনার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। চন্দ্রডিঙ্গা ট্রাভেলসের একটি বাস থামিয়ে তল্লাশি চালালে বিশেষ কায়দায় লুকানো বিপুল পরিমাণ মদের বোতল ও কসমেটিকস উদ্ধার করা হয়।
আটককৃতদের পরিচয় ও জিজ্ঞাসাবাদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি চক্র দীর্ঘদিন ধরে এই পথে অবৈধ মদ ও কসমেটিকস সরবরাহ করছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয়রা জানান, সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য প্রবেশের ঘটনা ক্রমশ বাড়ছে। আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান ও কঠোর নজরদারির মাধ্যমে এ ধরনের চোরাচালান বন্ধ করা সম্ভব হবে বলে তারা মনে করেন।
আপনার মূল্যবান মতামত দিন: