নেত্রকোনা শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১, ৫ শাওয়াল ১৪৪৬ হিঃ


খালিয়াজুরীতে স্কুল ছাত্রী কে ধর্ষণ চেষ্টা মামলায় দুই আসামি গ্রেপ্তার 

ছবিঃ নেত্র ভয়েস
ছবিঃ নেত্র ভয়েস

নেত্রকোণার খালিয়াজুরীতে স্কুল ছাত্রী কে ধর্ষণ চেষ্টা মামলায় দুই বখাটে কে গ্রেফতার করেছে খালিয়াজুরী থানা পুলিশ।

জানা যায় খালিয়াজুরী সিদ্দীকুর রহমান বালিকা বিদ্যানিকেতনের দশম শ্রেণির ছাত্রীকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় শ্লীলতাহানি ও চলন্ত অটোরিকশায় বখাটেরা টেনে-হিঁচড়ে নিয়ে গুরুতর জখম করেছে। এ ঘটনায় ছাত্রীর বাবা দায়ের করা মামলায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।  

এদিকে আহত ওই ছাত্রীকে সিলেটে সদরে একটি হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার হাত-পা ও শরীরের বিভিন্ন জাযগায় চামড়া উঠে গেছে, মাথায় আঘাত প্রাপ্ত হয়েছে বলে তার বাবা জানিয়েছেন। 

গ্রেফতারকৃতরা হলেন- খালিয়াজুরী সদরের কুঁড়িহাটি এলাকার মৃত হাবিব মিয়ার ছেলে মিস্ত্রি মিজান মিয়া (৩৮) ও লক্ষ্মীপুর গ্রামের বকুল মিয়ার ছেলে অটোচালক নাজমুল (২৮)।

এদিকে এ ঘটনা মঙ্গলবার রাতে ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় অভিযোগ করেন। পরে রাতেই অভিযুক্তদের আটক করে পুলিশ।

ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা বলেন, মিজান নামের বখাটে আমার মেয়েকে চলন্ত অটোতে ধর্ষণ চেষ্টা করলে নিজেকে রক্ষা করতে মেয়েটা অটোরিকশা থেকে নেমে যেতে চেয়েছিল; কিন্তু বখাটেরা জামা টেনে ধরে অটোরিকশা চালিয়ে দেয়। ঝুলিয়ে নিয়ে যায় অনেকটা পথ। পাকা রাস্তায় লেগে হাত, পা, মাথাসহ শরীরের অনেক অংশের চামড়া উঠে বড় বড় ক্ষত হয়ে গেছে। পরে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তবে আমাদের চেনাজানা চিকিৎসক থাকায় সিলেট নিয়ে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, শনিবার ঘটনা হয়েছে, তারপর কেউ মেয়েটার খবর নেয়নি। একবার দেখতেও কেউ আসেনি। এখন অভিযুক্তদের আটক করার পর নেতারা বিষয়টা সমাধান করবে বলে রিকুয়েস্ট করতেছে, যেন মামলা না হয়। আমি চাই অপরাধীদের সর্বোচ্চ বিচার হোক। আমার মেয়ের মতো আর কারো মেয়েকে যেন যৌন নিপীড়নের শিকার হতে না হয়। 

বুধবার বিকালে খালিয়াজুরী থানার ওসি মো. মকবুল হোসেন এ তথ্য নিয়ে নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্তদের আটক করা হয়। এ ঘটনায় বুধবার দুপুরে মামলা রেকর্ডভুক্ত করা হয়েছে। আটকদের এ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:

Whoops, looks like something went wrong.

1/1 ErrorException in Filesystem.php line 111: file_put_contents(): Only 0 of 830 bytes written, possibly out of free disk space

  1. in Filesystem.php line 111
  2. at HandleExceptions->handleError('2', 'file_put_contents(): Only 0 of 830 bytes written, possibly out of free disk space', '/home/netrovoi/public_html/vendor/laravel/framework/src/Illuminate/Filesystem/Filesystem.php', '111', array('path' => '/home/netrovoi/public_html/storage/framework/sessions/d46a27d527954e7035772a2f441db766def06d76', 'contents' => 'a:4:{s:6:"_token";s:40:"MdDhn0BcA01OFXP8hlgQBocezFEevMl5wLKr9wpN";s:9:"_previous";a:1:{s:3:"url";s:592:"https://netrovoice24.com/saradesh/article/861/%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%81%E0%A6%B0%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A7%81%E0%A6%B2-%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%95%E0%A7%87-%E0%A6%A7%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A3-%E0%A6%9A%E0%A7%87%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%87-%E0%A6%86%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BF-%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%C2%A0";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1743788500;s:1:"c";i:1743788500;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', 'lock' => true))
  3. at file_put_contents('/home/netrovoi/public_html/storage/framework/sessions/d46a27d527954e7035772a2f441db766def06d76', 'a:4:{s:6:"_token";s:40:"MdDhn0BcA01OFXP8hlgQBocezFEevMl5wLKr9wpN";s:9:"_previous";a:1:{s:3:"url";s:592:"https://netrovoice24.com/saradesh/article/861/%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%81%E0%A6%B0%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A7%81%E0%A6%B2-%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%95%E0%A7%87-%E0%A6%A7%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A3-%E0%A6%9A%E0%A7%87%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%87-%E0%A6%86%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BF-%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%C2%A0";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1743788500;s:1:"c";i:1743788500;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', '2') in Filesystem.php line 111
  4. at Filesystem->put('/home/netrovoi/public_html/storage/framework/sessions/d46a27d527954e7035772a2f441db766def06d76', 'a:4:{s:6:"_token";s:40:"MdDhn0BcA01OFXP8hlgQBocezFEevMl5wLKr9wpN";s:9:"_previous";a:1:{s:3:"url";s:592:"https://netrovoice24.com/saradesh/article/861/%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%81%E0%A6%B0%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A7%81%E0%A6%B2-%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%95%E0%A7%87-%E0%A6%A7%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A3-%E0%A6%9A%E0%A7%87%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%87-%E0%A6%86%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BF-%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%C2%A0";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1743788500;s:1:"c";i:1743788500;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', true) in FileSessionHandler.php line 83
  5. at FileSessionHandler->write('d46a27d527954e7035772a2f441db766def06d76', 'a:4:{s:6:"_token";s:40:"MdDhn0BcA01OFXP8hlgQBocezFEevMl5wLKr9wpN";s:9:"_previous";a:1:{s:3:"url";s:592:"https://netrovoice24.com/saradesh/article/861/%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%81%E0%A6%B0%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A7%81%E0%A6%B2-%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%95%E0%A7%87-%E0%A6%A7%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A3-%E0%A6%9A%E0%A7%87%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%87-%E0%A6%86%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BF-%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%C2%A0";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1743788500;s:1:"c";i:1743788500;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}') in Store.php line 262
  6. at Store->save() in StartSession.php line 88
  7. at StartSession->terminate(object(Request), object(Response)) in Kernel.php line 155
  8. at Kernel->terminate(object(Request), object(Response)) in index.php line 58