নেত্রকোনা শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬ হিঃ


পরিবার থেকে রাষ্ট্র  আল্লাহর আইনে চললেই দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে।

পরিবার থেকে রাষ্ট্র  আল্লাহর আইনে চললেই দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে।
পরিবার থেকে রাষ্ট্র  আল্লাহর আইনে চললেই দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে।

প্রতিনিধি (মোহনগঞ্জ) : জায়েদ হাসান।

আজ সোমবার (১০মার্চ) মোহনগঞ্জ উপজেলায় ওয়ার্ড দায়িত্বশীল বৈঠকে নেত্রকোনা জেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ছাদেক আহমদ হারিছ প্রধান অতিথির আলোচনায় বলেন, "পরিবার থেকে রাষ্ট্র  আল্লাহর আইনে চললেই দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে।"

তিনি আরোও  বলেন আল্লাহ তালার নির্দেশ ও রাসূল (সা:) সুন্নার আলোকে একজন মানুষ নিজেকে গড়ে তুলতে পারলে ব্যক্তি পর্যায়ে শান্তি প্রতিষ্ঠিত হবে এবং সমাজ ও দেশে  ইসলামী শাসন কায়েম করা যায় তাইলে সে সমাজ বা রাষ্ট্রে নি:সন্দেহে শান্তি প্রতিষ্ঠিত হবে।  

মোহনগঞ্জ উপজেলার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত  ওয়ার্ড দায়িত্বশীলদের বিভিন্ন সাংগঠনিক পরামর্শ দেন যাতে করে প্রতিটি মানুষ ইসলামের পূর্ণাঙ্গ দাওয়াতের অন্তর্ভুক্ত হয়।প্রতিটি স্থানীয় প্রশাসনে ইসলামী আদলে সাজাতে হলে প্রতিটি স্তরে স্তরে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে হবে।

মোহনগঞ্জ উপজেলার আমীর জনাব মোফাজ্জল হোসেন সবুজের উদ্বোধনী বক্তব্য ও জেলা উলামা বিভাগের সভাপতি মাও: নূরুল্লাহ ভূইয়ার মহাগ্রন্থ আল কুরআনের দারসের মাধ্যমে সকাল ৯.৩০টায় মোহনগঞ্জ আলীম মাদ্রসার হলরুমে ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষা শিবির প্রোগ্রাম শুরু হয়।

এ ছাড়াও ইকামতে দ্বীনের গুরুত্ব ও পদ্ধতি বিষয়ে আলোচনা করেন সাবেক জেলা আমীর অধ্যাপক মাও: এনামুল হক। ইনসাফ ফি সাবিলিল্লাহ বিষয়ে আলোচনা করেন জেলা তারবিয়্যাত সেক্রেটারি অধ্যাপক বদরুল আমীন।নেত্রকোনা জেলার সেক্রেটারী অধ্যাপক মাও মাহবুবুর রহমান আত্ম গঠন, কর্মীগঠন ও নেতৃত্বদান বিষয়ে বক্তৃতা করেন।

অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে 
উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর এটি এম হামিদ উল্লাহ তালুকদার, উপজেলা সেক্রেটারি জায়েদ হাসান। কর্মপরিষদ সদস্য মাও: শাহীন আলম, হাফিজ আল মাহমুদ, মাও: এমদাদুল  হক প্রমুখ।



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: