নেত্রকোনা শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬ হিঃ


শিক্ষকের বিদায়ী সংবর্ধনায় আবেগ-আপ্লুত এলাকাবাসী প্রাইভেটকারে পৌঁছে দেন বাড়িতে 

মাওলানা এনামুল হকের হাতে গিফ্ট তুলে দিচ্ছেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস
মাওলানা এনামুল হকের হাতে গিফ্ট তুলে দিচ্ছেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস

নিউজ ডেস্কঃ

নেত্রকোণার বাগড়া ফাযিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা এনামুল হকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০) জানুয়ারি দুপুর ১২ টায় এ সংবর্ধনার আয়োজন করে মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দ।মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুছ ছাত্তারের সভাপতিত্বে ও প্রভাষক মাওলানা জুবায়েরের সঞ্চলনায় এসময় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও 
মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি বনানী বিশ্বাস এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমীন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেত্রকোনা জেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ, জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহাবুবুর রহমান। অনুষ্ঠানে মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।মাওলানা এনামুল হক ১৯৮৪ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত দীর্ঘ প্রায় ৪১ বছর ধরে বাগড়া ফাযিল মাদ্রাসায় সততা ও নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা করে অবসরে। তাঁর বিদায় অনুষ্ঠানটি ছিল এক আবেগঘন মুহূর্ত যেখানে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের চোখ ছিল অশ্রুসিক্ত। উপস্থিত সবাই তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আপনি একজন আলেম, আলোক বর্তিকা হিসেবে এ প্রতিষ্ঠানে এসেছিলেন। আপনি অবসরকালীন সময়টুকুও জাতির জন্য আলো ছড়াবেন আমরা এই প্রত্যাশা করি। তিনি মাওলানা এনামুল হকের কর্মের প্রশংসা করে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। এসময় মাদ্রাসার ছাত্র, অভিভাবক ও এলাকাবাসী তাকে ক্রেস্ট ও বিভিন্ন উপহার তুলে দেন । পরে একটি প্রাইভেটকারে করে প্রায় ১০ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে তার নিজ গ্রাম ফসিকায় অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে বিদায়ী শিক্ষককে বাড়িতে পৌঁছে দেন শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: