নেত্রকোণা সরকারি কলেজের শিক্ষার গুণগত মানোন্নয়নে জামায়াত নেতৃবৃন্দের সাথে মতবিনিময়
নিজস্ব প্রতিবেদকঃ
শিক্ষার গুণগত মানোন্নয়ন ও পড়াশোনায় শিক্ষার্থীদের মনোযোগী করতে, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিতসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে জামায়াত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন নেত্রকোনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু তাহের খান। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টায় নেত্রকোণা জেলা জামায়াতের আমীরসহ একটি প্রতিনিধি দল এতে অংশগ্রহণ করেন। এসময় জেলা আমীর অধ্যাপক ছাদেক আহমাদ হারিছ বলেন, শিক্ষার্থীদের জন্য মায়েদের কষ্ট ও ত্যাগ অনেক বেশি। ছেলে-মেয়েদের সাথে মায়ের একটি নিবিড় সম্পর্ক থাকে। এজন্য মাঝে মধ্যে 'মা' সমাবেশ করার পরামর্শ দেন তিনি। তিনি আরও বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে নৈতিক শিক্ষার কোন বিকল্প নেই। তাই ছাত্র-ছাত্রীদেরকে পড়াশোনায় মনোযোগী করতে তাদেরকে নৈতিক মটিভেশন দিতে হবে। এসময় সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু তাহের খান সকলের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক জহিরুল ইসলাম, জেলা শ্রমিক বিভাগের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, নেত্রকোনা পৌর জামায়াতের আমির মোঃ নিজাম উদ্দিন, সদর উপজেলার আমির মাওলানা ওয়ালি উল্লাহ, পৌর জামায়াতের নায়েবে আমির ডাঃ আবুল হোসেন তালুকদার, নায়েবে আমির মোঃ রফিকুল ইসলাম, জেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ মোজাম্মেল হক মিলন, পৌর জামায়াতের সেক্রেটারি এস এম আল আমিন,জেলা শ্রমিক বিভাগের সেক্রেটারি শফিকুল ইসলাম, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ নজরুল ইসলাম, জেলা শিবিরের সেক্রেটারি ইয়াসিন মাহমুদ রাসেল ও সরকারি কলেজ শিবিরের নেতৃবৃন্দ।
এসময় সরকারি কলেজের শিক্ষকদের মাঝে উপস্থিত ছিলেন, অর্থনীতি বিভাগের অধ্যাপক জিয়াউল কবির দর্শন বিভাগের প্রফেসর আব্দুল বারী আজাদ ও হিসাব বিজ্ঞান প্রফেসর জিয়াউর রহমান প্রমুখ। মতবিনিময় শেষে জেলা আমির সকলের হাতে একটি করে বঙ্গানুবাদসহ কুরআন মাজিদ তুলে দেন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: