নেত্রকোনা মেডিকেল কলেজ ছাত্রলীগের পদযাত্রা ও ছাত্র সমাবেশ
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে সারাবিশ্বে চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশানুযায়ী বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক গৃহীত কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোণা মেডিকেল কলেজ ছাত্রলীগের উদ্যোগে ফিলিস্তিনের পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাত্র সমাবেশ অনুষ্টিত হয়। সোমবার (৬ মে) সকালে মেডিকেল কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ এ কর্মসূচি পালন করে। উক্ত কর্মসূচিতে নেত্রকোনা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মোঃ আব্দুল গনি সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি আহসানুল হক শিহাব তার বক্তৃতায় বলেন- ইজরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের উপর যে বর্বর নির্যাতন ও গণহত্যা চালাচ্ছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বাংলাদেশের স্বাধীনতার জন্য ছাত্রলীগ যেভাবে ফ্রন্ট লাইন থেকে লড়েছে সেভাবেই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সারা বাংলার সকল শিক্ষার্থী এগিয়ে আসবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইজরায়েলের বিরুদ্ধে তারা আলোড়ন সৃষ্টি করবে। ইসরাইল যেভাবে নিরীহ ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালাচ্ছে তা সুস্পষ্ট মানবাধিকার লংঘন। অনতিবিলম্বে এই মানবাধিকার বিরোধী কার্যক্রম বন্ধ করতে হবে।
মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর সাদ্দাম হোসেন বলেন- সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের এই দাবি সারা বিশ্বের সামনে তুলে ধরতে হবে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।
মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. আব্দুল গণী ছাত্রলীগের এই আয়োজনকে সাধুবাদ জানিয়ে তাদের কর্মসূচির প্রশংসা করেন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: