নেত্রকোনা শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬ হিঃ


ইউপি চেয়ারম্যান পলাতক, জনসেবা ভেঙে পড়েছে—চরম দুর্ভোগে সাধারণ মানুষ

ছবিঃআব্দুল আলী বিশ্বাস
ছবিঃআব্দুল আলী বিশ্বাস

জহিরুল ইসলাম মামুন 

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার কলমাকান্দা সদর ইউনিয়ন পরিষদে জনসেবার এক করুণ চিত্র দেখা যাচ্ছে। পরিষদে নেই স্বাভাবিক কার্যক্রম, সেবাগ্রহীতারা দিনের পর দিন হয়রানির শিকার হচ্ছেন। 

কারণ, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল আলী বিশ্বাস পলাতক। থানায় মামলা থাকায় তিনি আত্মগোপনে চলে গেছেন, আর তার অনুপস্থিতিতে পরিষদের কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে।

স্থানীয় সূত্র জানায়, চেয়ারম্যানের অনুপস্থিতিতে জন্মনিবন্ধন, ওয়ারিশ সনদ, সামাজিক নিরাপত্তা ভাতা, ভূমি সংক্রান্ত সেবা—সবকিছুই বন্ধ হয়ে গেছে। সাধারণ মানুষ দিনের পর দিন পরিষদের চৌকাঠে ঘুরছেন, কিন্তু কোনো সমাধান মিলছে না। মেম্বাররা সঠিক দিকনির্দেশনা দিতে পারছেন না, পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও কোনো কার্যকর সিদ্ধান্ত নিতে ব্যর্থ হচ্ছেন।

পরিষদে গিয়ে শুধু হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেছেন সাধারণ মানুষ। এক ভুক্তভোগী বলেন, তিন দিন ধরে জন্মনিবন্ধনের জন্য যাচ্ছি, কিন্তু কেউ কোনো কাগজ দিচ্ছে না। সবাই শুধু অপেক্ষা করতে বলে, অথচ আমরা জানি না কখন সেবা পাবো।

আরেকজন অভিযোগ করে বলেন, ওয়ারিশ সনদ নিতে গিয়েছিলাম, আমাকে ঘুরানো হয়েছে। পরে বুঝলাম, ফাইল প্রসেস করতে টাকা না দিলে কাজ হয় না। এটা কি পরিষদ, নাকি ঘুষের আখড়া? 

স্থানীয়দের অভিযোগ, পরিষদের কিছু অসাধু কর্মচারী ও কিছু স্বার্থান্বেষী ব্যক্তি চেয়ারম্যানের অনুপস্থিতির সুযোগ নিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছেন।
এমন সংকটের মধ্যেও উপজেলা প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। ফলে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে জনমনে।স্থানীয় বাসিন্দারা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। তারা বলছেন, চেয়ারম্যান পলাতক থাকলে পরিষদের কার্যক্রম কেন বন্ধ থাকবে? জনগণের সেবার কোনো বিকল্প ব্যবস্থা প্রশাসন কেন নিচ্ছে না?  

তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে পরিষদের কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানিয়েছেন। অন্যথায় জনসেবায় আরও বড় বিপর্যয়ের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন স্থানীয় সচেতন মহল।এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল আলী বিশ্বাস চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি। মামলা দায়ের পর থেকে তিনি আত্মগোপনে আছেন। তবে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাতের নিকট জানতে চাইলে তিনি বলেন,ধৃত না হওয়ায় ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে জনস্বার্থে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

 



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: