নেত্রকোনা সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১, ২১ জ্বমাদিউল সানি ১৪৪৬ হিঃ


কলমাকান্দায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন,  ৫০ হাজার টাকা জরিমানা

মঙ্গলবার বিকেলে সেখানে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি)  শহিদুল ইসলাম
মঙ্গলবার বিকেলে সেখানে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি)  শহিদুল ইসলাম

নিউজ ডেস্কঃ নেত্রকোনার কলমাকান্দায় বাকলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মঙ্গল মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি)  শহিদুল ইসলাম মঙ্গলবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন। 

মঙ্গল মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায়।

 বুধবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি)  শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার নাজিরপুর ইউনিয়নের কান্দাপাড়া এলাকায় বাকলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি)  শহিদুল ইসলাম মঙ্গলবার বিকেলে সেখানে অভিযান চালান। পরে সেখানে বালু উত্তোলন করা অবস্থায় মঙ্গল মিয়াকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করেন। সেইসাথে ভবিষ্যতে এমন কাজ না করার বিষয়ে মুচলেকা দেন তিনি।


সহকারী কমিশনার (ভূমি)  শহিদুল ইসলাম বলেন, এমন অভিযান অব্যাহত থাকবে।



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: