কলমাকান্দায় ৪৩ বোতল ফেনসিডিল ১০ গ্রাম গাঁজাসহ আটক-২
নেত্রকোনার কলমাকান্দায় সেনাবাহিনীর নেতৃত্বে ৪৩ বোতল ফেনসিডিল ১০ গ্রাম গাঁজাসহ দুজনকে আটক করা হয়েছে।
শক্রবার (৮ নভেম্বর) দুপুরে সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ও ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর কোম্পানি কমান্ডার মেজর নাজমুজ সাকিব এর নেতৃত্বে যৌথ একটি চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনায় ঢাকাগামী এম এস ট্রাভেলস বাসে ৪৩ বোতল ফেনসিডিল এবং ১০ গ্রাম গাঁজাসহ দুজনকে আটক করা হয।
আটককৃত হলেন,১. আলমগীর হোসেন(২২), পিতা মোঃ শাহাদাত আলী, গ্রাম:কালাঘর, থানা: মধ্যনগর জেলা: সুনামগঞ্জ।
২. মোহাম্মদ আলী (২৩), পিতা: মৃত আব্দুল আলী গ্রাম কালাঘর দক্ষিণপাড়া, থানা: মধ্যনগর, জেলা: সুনামগঞ্জ।
জব্দকৃত মাদক এবং আটকৃত আসামিদের কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।
জেড/এস/নেত্রভয়েস
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: