যারা জামায়াতকে নিষিদ্ধ করেছিল তারা জনগণের ভয়ে পালিয়ে গিয়েছে - মাওলানা আব্দুল হালিম
নেত্রকোনা প্রতিনিধিঃ আওয়ামী সরকারের পতনের পর প্রায় দেড় যুগ ধরে জুলুমের শিকার বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার প্রকাশ্যে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) সকাল ৮ টায় নেত্রকোনার জেলা পাবলিক হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমানের সঞ্চালনায় ও জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা সাদেক আহমেদ হারিছের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। তিনি বলেন,যারা জামায়াতকে খারাপ বলতো, যারা জনগণের রাজনীতি করেনি,যারা জামায়াতকে নিষিদ্ধ করেছিল তারা জনগণের ভয়ে পালিয়ে গিয়েছে। জাতীয় ঐক্য হলে আওয়ামীলীগ ছাড়া সকল দল ও এদেশের জনগণের কল্যাণ হবে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ময়মনসিংহ অঞ্চল পরিচালক মোঃ মঞ্জুরুল ইসলাম ভূইয়া। তিনি কোরআনের উদ্ধৃতি দিয়ে বলেন,আল্লাহ জালেমদের অবকাশ দেন সংশোধনের জন্য। তারা সংশোধন না হওয়ার কারণে আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছেন। এখন আমাদের দায়িত্ব আরও অনেক বেড়ে গিয়েছে। জাতির নেতৃত্ব নেওয়ার জন্য বাংলাদেশের মানুষ জামায়াতকে চাচ্ছে। আমাদেরকে ইলম, আমল ও নেতৃত্বে যোগ্যতার পরিচয় দিতে হবে। ধৈর্য, ধীরতা ও কৌশলে মনটাকে উদার করে আমাদের এগিয়ে যেতে হবে। গ্রাম, ওয়ার্ড ও পাড়ায় পাড়ায় গণ দাওয়াত পৌঁছে দিতে হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আমির মোঃ আব্দুল করিম। তিনি বলেন, ৫ আগষ্টের পর দেশে যে স্বাভাবিক পরিবেশ পেয়েছি এখন আমরা যেন ঈমানের চেতনা জাগ্রত রাখি। কালের আবর্তে হারিয়ে না যাই। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ অঞ্চলের ওলামা বিভাগের দায়িত্বশীল সাবেক জেলা আমির অধ্যাপক মাওলানা এনামুল হক। আরও উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ দেলোয়ার হোসেন সাইফুল, সহকারী সেক্রেটারি অধ্যাপক মাছুম মোস্তফা, জেলার কর্মপরিষদ সদস্য, জেলা শুরা সদস্যবৃন্দ,উপজেলা আমির ও সেক্রেটারিবৃন্দ, মহিলা রোকনসহ সকলের উপস্থিতিতে গোপন ভোটে এ সম্মেলনে জেলা ইমারতের আমির নির্বাচন অনুষ্ঠিত হয়। এসময় নির্বাচন কমিশনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোঃ মঞ্জুরুল ইসলাম ভূইয়া।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: