নেত্রকোনা সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১, ২১ জ্বমাদিউল সানি ১৪৪৬ হিঃ


উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে ভোট গ্রহণ শুরু

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আজ (৮ মে) ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলবে এ ভোট গ্রহণ কার্যক্রম। নির্বাচন কমিশনের সূত্র মতে এবারের স্থানীয় সরকার নির্বাচনে মোট ৪৯৫টি উপজেলার মধ্যে ১৩৯টি উপজেলায় প্রথম ধাপে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে ২২টি উপজেলায় ইভিএমে এবং বাকিগুলোতে প্রচলিত ব্যালট পেপারে ভোট হবে।

প্রথম ধাপে মোট ১৩৯টি উপজেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ১১,৫৫৬টি, ভোট কক্ষ ৮১,৮০৪টি, ভোটার সংখ্যা ৩,১৪,৬৮,১০২ জন এর মধ্যে পুরুষ ভোটার ১,৬০,০২,২২৪ জন, নারী ভোটার ১,৫৪,৬৫,৬৯০ জন এবং হিজরা ভোটার ১৮৮ জন।

এ ধাপে মোট প্রার্থীর সংখ্যা ১,৬৩৫ জনের মধ্যে  চেয়ারম্যান প্রার্থী ৫৭০ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী (পুরুষ) ৬২৫ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী (মহিলা) ৪৪০ জন।

ইসি সূত্রে আরও জানা যায়, এ ধাপে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ১০ জন মোট ২৮জন প্রার্থী ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: