নেত্রকোনা সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১, ২১ জ্বমাদিউল সানি ১৪৪৬ হিঃ


মোহনগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ছবিঃ নেত্র ভয়েস
ছবিঃ নেত্র ভয়েস

নেত্রকোনার মোহনগঞ্জে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৃহস্পতিবার মাহনগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে র‌্যালিটি মোহনগঞ্জের পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদশিক্ষণ করে স্থানীয় শহীদ মিনারে এসে শেষ হয়।

পরে শহীদ মিনার প্রাঙ্গণে মোহনগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক সেলিম কার্ণায়েনের সভাপতিত্বে ও পৌর বি.এন.পি'র সদস্য সচিব গোলাম রাব্বানী পুতুলের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পৌর বিএনপি’র আহ্বায়ক ফজলুল হক মাসুম, উপজেলা বিএনপি’র সদস্য সচিব টিপু সুলতান, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আ.খ.ম শফিকুল হক, সাবেক সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন তালুকদার, বিএনপি’র প্রবীণ নেতা সৈয়দ আকিকুর রহমান আকিক, পৌর বিএনপি’র সাবেক সভাপতি ভিপি জাহাঙ্গীর প্রমুখ। 

আলোচনায় বক্তারা বলেন- শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে সিপাহী জনতার বিপ্লব ছিল একটি সফল ও সঠিক পদক্ষেপ। এই বিপ্লবের মাধ্যমেই গণতন্ত্রকে পূনঃপ্রতিষ্ঠা করা হয়েছিল। আমরা সেই ধারাবাহিকতা রক্ষার্থে শহীদ জীয়ার আদর্শকে সমুন্নত রাখব।



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: