নেত্রকোনা সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১, ২১ জ্বমাদিউল সানি ১৪৪৬ হিঃ


নেত্রকোনায় সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় 

সাংবাদিকদের সাথে  মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন জেলা আমির অধ্যাপক মাওলানা সাদেক আহমেদ হারিছ
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন জেলা আমির অধ্যাপক মাওলানা সাদেক আহমেদ হারিছ

 

নিউজ ডেস্কঃ  নেত্রকোনায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (৯ আগষ্ট) সকাল সাড়ে ১১ টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাব হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রচার ও মিডিয়া সম্পাদক মোঃ জহিরুল ইসলামের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি মোঃ দেলোয়ার খান, এসময় আরও বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাব সদস্য ডাঃ আবুল হোসেন তালুকদার, জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম মোখলেছুর রহমান খান, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, এর পর জেলা আমির অধ্যাপক মাওলানা সাদেক আহমেদ হারিছ  সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।এসময় তিনি বর্তমান পরিস্থিতিতে জামায়াতে ইসলামীর কার্যক্রম সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের মন্দির, আশ্রম ও তাদের নিরাপত্তার জন্য  জেলা জামায়াত ইতোমধ্যে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে  কমিটি গঠন করে তাদের বাড়ি বাড়ি যাচ্ছেন। সকল মানুষের জান মালের নিরাপত্তায় জামায়াতে ইসলামী সবসময় তৎপর। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল বীর শহীদদের জন্য আল্লাহর কাছে সর্বোচ্চ শাহাদাতের মর্যাদা কামনা করেন। আহতদের আরোগ্য কামনা করেন। তিনি  আরও বলেন আমরা জামায়াতের সকল কার্যক্রমে সাংবাদিক বন্ধুদের সহযোগিতা কামনা করছি। আসুন আমরা সবাই মিলে একটি বৈষম্যহীন সমাজ বিনির্মানে কার্যকরী ভূমিকা পালন করি। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন সাইফুল, সহকারী সেক্রেটারি অধ্যাপক মাসুম মোস্তফা, পৌর জামায়াতের আমির মোঃ নিজাম উদ্দিন, সদর উপজেলার আমির মাওলানা ওয়ালি উল্লাহ, জেলা শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি মোঃ কামাল উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। 
এছাড়াও সাংবাদিকদের মাঝে  উপস্থিত ছিলেন বিবিসির জেলা প্রতিনিধি মোঃ ফখরুল হক, এনটিভির জেলা প্রতিনিধি ভজন দাস, যমুনা টিভি ও যুগান্তরের জেলা প্রতিনিধি কামাল হোসাইন, প্রথম আলোর জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তী, সময় টিভি ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আলপনা বেগম, ইটিভির জেলা প্রতিনিধি মনোরঞ্জন সরকার, মাই টিভির জেলা প্রতিনিধি ইউরো আনিছ, চ্যানেল ২৪ ও কালবেলার জেলা প্রতিনিধি হানিফ উল্লাহ আকাশ, নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি সোহান, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি রাজিব সরকার, 
দৈনিক বর্তমানের জেলা প্রতিনিধি আবুল কালাম প্রমুখ।



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: