লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবীতে নেত্রকোনায় মানববন্ধন
নিউজ ডেস্কঃ মিথ্যা মামলায় কারা নির্যাতিত, ভাটি বাংলার বরপুত্র, মদন,মোহনগঞ্জ, খালিয়াজুরীর সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে নেত্রকোণায় মানববন্ধন করেছে জেলার সর্বস্তরের জনগণ।সোমবার সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত নেত্রকোণা পৌরসভার সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।জেলা ছাত্রদলের সহ-সভাপতি ফারদিন চৌধুরী রিমি’র সঞ্চালানায় বক্তব্য রাখেন নেত্রকোণা জিয়া পরিষদের সভাপতি সানাউল হক মাসুম, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ এসএম মুসা, সাবেক চেয়ারম্যান শরীফ হায়দার খান পাঠান মনি, জেলা জামায়াতের নেতা আলহাজ্ব কাজী শফিউল আলম চৌধুরী জুয়েল, জাসাসের সাবেক সভাপতি ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরী, বিএনপি নেতা নূরে আলম সিদ্দিকী মুন্না, খাজা মোশাররফ হোসেন জাহাঙ্গীর, ফয়সাল চৌধুরী, নুরুল হক মামুন, রেজাউল হক শরীফ, যুবদল নেতা মোকাম্মেল হক রানা, হুমায়ুন কবীর, ফখরুল হাসান শিবলী, শওকত জাহান খান সজীব, নায়েকপুর ইউপির সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান রোমান, জেলা তাতীদলের আহ্বায়ক সাইফ উদ্দিন আহমেদ লেলিন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি রায়হান ফারাস বাপ্পী, দেলোয়ার হোসেন দেলু, তুলিন তালুকদার, জুবায়ের হোসেন জিসানসহ অন্যান্য নেতারা। মানববন্ধনে বক্তারা বলেন, স্বৈরাচারী খুনি হাসিনা সরকারের রোষানলে পড়ে সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর মিথ্যা মামলায় ফরমায়েশি রায়ে দীর্ঘ ১৭ বছর যাবৎ কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে মানবেতর জীবন যাপন করছে। তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অবিলম্বে লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: