নেত্রকোনা শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬ হিঃ


মায়ের ভাষা -জায়েদ হাসান

ছবিঃ প্রতীকি
ছবিঃ প্রতীকি

মায়ের ভাষা
-জায়েদ হাসান

বাংলা আমার মায়ের ভাষা, 
সেথায় জোড়ায় মনের আশা।
তার অবজ্ঞাতে জলে ভরে আখি,        
তারেই তরে জীবন বাজি রাখি। 

হিংস্র পঙ্গপালের দলে,
রাষ্ট্রভাষা উর্দু করবে বলে।
ক্ষমতার দাপটের জুড়ে,
বাংলা ভাষা খাবে ছিঁড়ে।
জন্মের পরে শুনেছি যেথা,
জননীর মুখ নিঃসৃত কথা।
শিখেছি যে বুলি তিলে তিলে,
পাক হায়নারা খাবে তা গিলে।

বাহান্ন সালের ২১ ফেব্রুয়ারি, 
চুয়াল্লিশ ধারা করল জারি।
দামাল ছাত্রজনতার দৃঢ় শপথ,
প্রতিবাদে প্রকম্পিত রাজপথ।  
নরপশুদের বুলেটের আঘাত,
রক্তে রঞ্জিত ঢাকার রাজপথ।
অকুতোভয়ে বীর বাঙ্গালীরা,
জীবন দানে ভাষাকে করল সেরা

শহীদের আত্বত্যাগের দান,
বহির্বিশ্বে বাংলা চির অম্লান।
জাতিতে মোরা হব গর্বিত,
এ ভাষাকে রাখলে সমুন্নত।




আপনার মূল্যবান মতামত দিন: