নেত্রকোনা শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬ হিঃ


খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পেলেন কবি হাসান হাফিজ

খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পেলেন কবি হাসান হাফিজ।।ছবিঃ নেত্র ভয়েস
খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পেলেন কবি হাসান হাফিজ।।ছবিঃ নেত্র ভয়েস

‘বৈষম্য ভুলে শুদ্ধ হই’ এই শ্লোাগানকে সামনে রেখে বসন্তের প্রথম দিন গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) নেত্রকোনায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বসন্তকালীন সাহিত্য উৎসব। 

নেত্রকোনা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে কবি সাহিত্যিক ও সাহিত্য সংস্কৃতিমনা মানুষের আগমনে এ উৎসবটি একটি সাহিত্যের মিলন মেলায় পরিনত হয়। 

‘বসন্তকালীন সাহিত্য উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার’ নামে এই উৎসবের আয়োজন করে নেত্রকোনা সাহিত্য সমাজ। 

বাংলা সাহিত্যের যে কোন শাখায় বিশেষ অবদান রাখার জন্য প্রতিবছর এ উৎসবে একজন কবি সাহিত্যিককে দেওয়া হয় খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার। 

বাংলা কবিতায় বিশেষ অবদানের জন্য এবার এ পুরস্কার পেয়েছেন দেশ বরেণ্য কবি ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি, কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক কবি হাসান হাফিজ।      

শুক্রবার বিকালে শহরের মোক্তারপাড়ার বকুলতলায় খালেকদাদ চৌধুরী মুক্তমঞ্চে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এ পুরষ্কার তুলে দেন আয়োজকেরা। 

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাস। এতে সভাপতিত্ব করেন নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি ম. কিবরিয়া চৌধুরী হেলিম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সাবেক সেনা কর্মকর্তা (মেজর অবঃ) সৈয়দ আবু বকর সিদ্দিক, প্রফেসর ননী গোপাল সরকার, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এসএম মরিুজ্জামান দুদু, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য ফাহিম খান পাঠান প্রমুখ। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক তানভীর জাহান চৌধুরী।

খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কারপ্রাপ্ত কবি হাসান হাফিজ বলেন, গণসংগীত হচ্ছে লোক সাহিত্য উৎসের আখড়া। আমাদের সংস্কৃতির নিজস্ব পরিচয়ের, কৃষ্টির, সভ্যতার ঐতিহ্যের আখড়া। এ দিক থেকে নেত্রকোনা খুবই সমৃদ্ধ। এই ভাটি অঞ্চলের ঘরে ঘরে গানের চর্চা হয়। নেত্রকোনা সংস্কৃতির রাজধানী হতে পারে। এজন্য উদ্যোগ নেওয়ার জন্য তিনি স্থানীয়দের প্রতি আহবান জানান।

নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক তানভীর জাহান চৌধুরী বলেন, নেত্রকোনার কৃতি সন্তান দুই বাংলার প্রখ্যাত সাহিত্যিক প্রয়াত খালেকদাদ চৌধুরীর নামে ১৯৯৬ সাল থেকে এ উৎসবের আয়োজন ও পুরষ্কার দেওয়া হচ্ছে। আমাদের এবারের পুরষ্কৃত প্রিয়জন কবি হাসান হাফিজ। তিনি দেশ বরেন্য কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক ও সাংবাদিক। তাঁকে পুরষ্কৃত করতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত।

এর আগে সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ উৎসবের উদ্বোধন করবেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. আবদুল্লাহ আল মামুন। উদ্বোধনের পর শহরে আনন্দ শোভাযাত্রা, শিশুদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা, কবিতা পাঠের আসরসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: