নেত্রকোনা সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১, ২১ জ্বমাদিউল সানি ১৪৪৬ হিঃ


নেত্রকোনায় টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে গৃহবন্দি কয়েক হাজার মানুষ, আমন ধান পানির নিচে!

নিউজ ডেস্কঃ

টানা ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোণা জেলার কলমাকান্দা, দূর্গাপুর ও পূর্বধলা উপজেলার আমন ধান, মাছের পুকুর, বীজতলা ও ঘর-বাড়ি ব্যাপক ক্ষতির সম্মুখীন হওয়ার খবর পাওয়া গিয়েছে।

গত বোধবার থেকে টানা বর্ষণে কয়েক লক্ষ হেক্টর আমন ধান পানির নিচে। এই অসময়ের বন্যায় কাঁচা ঘর-বাড়ি বিধ্বস্ত। রাস্তা-ঘাট, ব্রীজ, কালভাট পানির নিচে। পানি বন্দী হয়েছে প্রায় ২৫ হাজার মানুষ। বসতবাড়ির বেশিরভাগ টয়লেট এখন পানির নিচে। গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন বন্যা কবলিত এলাকার কৃষকেরা। এগুলোকে কোথায় রাখবে, কি খাওয়াবে এ নিয়ে চরম উৎকন্ঠায় দিনাতিপাত করছেন তারা। মানুষের দূভোর্গের যেন শেষ নেই! আমন ধানের বীজতলা তলিয়ে গেছে পানিতে।

টানা বষর্ণ ও পাহাড়ী ঢলে পর পর দু দফায় এলাকা প্লাবিত হওয়ায় গভীর উৎবেগ ও উৎকণ্ঠার সহিত বিএনপির কেন্দ্রীয় কার্য  নির্বাহীর  কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ক্ষতি গ্রস্ত এলাকার মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন এবং ক্ষতি গ্রস্ত এলাকার ক্ষতি কাটিয়ে উঠতে ও জিনিস পত্রের  দাম স্থিতিশীল রাখাতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

নেত্রকোণা জেলা জামায়াতের পক্ষ থেকে বন্যা দূর্গত এলাকা মানুষের সহায়তা করার জন্য জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি করা হয়েছে। জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা সাদেক আহমাদ হারিছ এ ব্যাপারে দলমত নির্বিশেষে বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন।

 



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: