নেত্রকোণার দূর্গাপুরে বন্যা কবলিত এলাকায় উপজেলা জামায়াতের উদ্যোগে শুকনো খাবার বিতরণ
নিউজ ডেস্ক:
নেত্রকোণার দূর্গাপুর উপজেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকায় আজ (৭ অক্টোবর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী দূর্গাপুর উপজেলা শাখার উদ্যোগে শুকনো খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাক ও সেক্রেটারী মাওলানা কুতুব উদ্দিনের নেতৃত্বে একটি টীম এ কার্যক্রম পরিচালনা করেন। এসময় তারা নৌকা দিয়ে বন্যা দূর্গত বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এ খাবার সামগ্রী বিতরণ করেন।
জানা যায়, গত বুধবার থেকে অতিবৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোণা জেলার তিনটি উপজেলায় পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। বন্যা কবলিত উপজেলাগুলো হচ্ছে- পূর্বধলা, দূর্গাপুর এবং কলমাকান্দা। এছাড়াও পাশের উপজেলা নেত্রকোণা সদর এবং বারহাট্টার কিছু কিছু এলাকায় বন্যায় প্লাবিত হওয়ার খবর পাওয়া গিয়েছে। তবে আজ দুপুরের পর থেকে পানি কমতে শুরু করেছে বলে সূত্র জানিয়েছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: