আটপাড়ায় জামায়াতের প্রতিবাদ সমাবেশ
২০০৬ সালের ২৮ অক্টোবর, আওয়ামী ফ্যাসিস্টদের লগি বৈঠার তান্ডবের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী আটপাড়া উপজেলা শাখার আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ২টায় উপজেলা খেলার মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়৷
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ অঞ্চলের টিম সদস্য ও নেত্রকোনা জেলা শাখার সাবেক আমির অধ্যাপক মাওলানা এনামুল হক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামী নেত্রকোণা জেলা শাখার সহকারী সেক্রেটারি ও আটপাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন সাইফুল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নেত্রকোনা জেলা শাখার সভাপতি ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নেত্রকোনা জেলার সাবেক সভাপতি মাওলানা মো. কামাল উদ্দিন, জেলা শাখার সাবেক তারবিয়াত সেক্রেটারি মাস্টার ফজলুর রহমান, উপজেলার সাবেক আমীর আছাব উদ্দিন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী আটপাড়া উপজেলা শাখার আমীর মো. ইউসুফ এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মো. ইকবাল হোসাইন ও শ্রমিক কল্যাণ উপজেলা সভাপতি সাকিল আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০০৬ সালের ২৮শে অক্টোবর পল্টনে একটি শান্তি পূর্ণ সমাবেশের আয়োজন করেন। উক্ত সমাবেশে আওয়ামী ফ্যাসিস্ট প্রধান শেখ হাসিনার নির্দেশে ছাত্র লীগ ও যুবলীগের সন্ত্রাসীরা লগি-বইঠা ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় অসংখ্য ভাই প্রাণ হারান। মৃত্যু নিশ্চিত হওয়ার পর লাশের উপর নৃত্য করেছিল। আজও এই হায়নাদের বিচার এ জমিনে হয়নি। আমরা এ সমাবেশ থেকে দ্রুত তদন্ত করে বিচার করার দাবি জানাচ্ছি। লগি-বইঠার সন্ত্রাসীদের বাংলার জনগন প্রত্যাখ্যান করেছে।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আটপাড়া উপজেলা শাখার এসিস্টেন্ট সেক্রেটারি সার্জেন্ট (অব) সাইফুল ইসলাম, জেলা শাখার ইউনিট টিম সদস্য মাওলানা হোসাইন আহমদ, উপজেলার সকল ইউনিয়ন জামায়াতের সভাপতি ও সেক্রেটারিবৃন্দ, নেত্রকোনা জেলা শিবিরের অফিস সম্পাদক আতিক হাসান হৃদয়, সাহিত্য প্রকাশনা সম্পাদক রেজওয়ান খান, উপজেলা শিবিরের সভাপতি ইফতিকার আহমেদ ইমরান।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: