নেত্রকোনা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬ হিঃ


মোহনগঞ্জে ইমামের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবিতে মানববন্ধন 

মোহনগঞ্জে ইমামের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ।। ছবিঃ নেত্র ভয়েস
মোহনগঞ্জে ইমামের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ।। ছবিঃ নেত্র ভয়েস

নেত্রকোণার মোহনগঞ্জ মডেল মসজিদের সহকারী ইমাম হাফেজ মো. সাইদুর রহমানের (৩২) ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে।

সেই সাথে মাওলানা শুয়াইব বিন মুজিব ও মাওলানা তোফালে আহমেদ হাবিবীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার দাবিও জানানো হয়। 

আজ বুধবার (১৬ এপ্রিল ) দুপুর ২টার দিকে মোহনগঞ্জ উপজেলা পরিষদ চত্তরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনবৃন্দ এ মানববন্ধনের আয়োজন করেন। 

মানববন্ধনে বক্তব্য দেন, পৌর শহরের জামিয়া কাসিমিয়া মাদরাসার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান, উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা নুরুল ইসলাম, মডেল মসজিদের ইমাম মুফতি শামীম আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজ, উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আখতার হোসাইন, মাওলানা কামাল আল হাদী, মাওলানা মাসুদুর রহমান, মাওলানা হাবিবুল্লাহ , শরীফ আহমেদ, হাফেজ মাসুম বিল্লাহ , মাওলানা আবুল বাশার প্রমূখ।

বক্তারা বলেন, পাশ্ববর্তী বারহাট্টা উপজেলার নূরুল্লারচর গ্রামের ইলিয়াস হোসাইন আরাবি ও তার ভাই মেহেদী হাসান তাদের অনুগত সন্ত্রাসীদের নিয়ে গত ৭ এপ্রিল থেকে এ পর্যন্ত তিনজন আলেমের ওপর হামলা চালিয়ে আহত করেছে। পাশের উপজেলা থেকে মোহনগঞ্জে এসে তারা একের পর এক আলেমদের ওপর হামলা চালিয়ে চলে যাচ্ছে। কিন্তু এখনো তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।

হামলাকারী সন্ত্রাসীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের জন্য প্রশাসন ও পুলিশের প্রতি দাবি জানিয়ে বলেন, অন্যথায় বৃহৎ কর্মসূচি পালন করা হবে। 

 উল্লেখ্য - গত সোমবার (৭ এপ্রিল) গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মোহনগঞ্জ পৌরশহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে মুফতি ইলিয়াস হোসাইন আরাবির সাথে অন্য আলেমদের ঝামেলা হয়। পরে ইলিয়াসের লোকজন হামলা চালিয়ে মাওলানা শুয়াইব ও তোফালে আহমেদ হাবিবীকে আহত করে। সর্বশেষ গত ১৪ এপ্রিল সোমবার রাতে মডেল মসজিদের সহকারী ইমাম সাইদুর রহমানের ওপর হামলা চালায় ইলিয়াসের ভাই মেহেদি হাসান। এসময় তার মোটরসাইকেল কেড়ে নেওয়া হয়। পরে আহত সাইদুরকে হাসপাতালে ভর্তি করা হয়। এসব ঘটনায় মোহনগঞ্জ উপজেলার ইমাম-মুয়াজ্জিন ও আলেম ওলামাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।




আপনার মূল্যবান মতামত দিন:

সর্বশেষ