নেত্রকোনা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬ হিঃ


আটপাড়ায় শিশু ধর্ষণ: অভিযুক্তের শাস্তির দাবি 'নিপীড়িত নারী ও শিশু আইনী এবং স্বাস্থ্য সহায়তা সেলের'

আটপাড়ায় শিশু ধর্ষণ: অভিযুক্তের শাস্তির দাবি 'নিপীড়িত নারী ও শিশু আইনী এবং স্বাস্থ্য সহায়তা সেলের'।। ছবিঃ নেত্র ভয়েস
আটপাড়ায় শিশু ধর্ষণ: অভিযুক্তের শাস্তির দাবি 'নিপীড়িত নারী ও শিশু আইনী এবং স্বাস্থ্য সহায়তা সেলের'।। ছবিঃ নেত্র ভয়েস

নেত্রকোণার আটপাড়ায় ১২ বছর বয়সী এক শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত তরুণের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিএনপি নেতৃবৃন্দ।

একইসঙ্গে নিপীড়িত শিশুর পাশে দাঁড়িয়েছে বিএনপির সহায়ক সংগঠন ‘নিপীড়িত নারী ও শিশু আইনী এবং স্বাস্থ্য সহায়তা সেল’।

বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৮টায় নেত্রকোণা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিপীড়িত নারী ও শিশু সেলের নেত্রকোণা জেলা সমন্বয়কারী ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ড. আরিফা জেসমিন নাহিন এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ রানা চৌধুরী।

বক্তারা বলেন, গণমাধ্যমে ধর্ষণের খবর প্রকাশের পর তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। তিনি দ্রুত শিশুটিকে বিনামূল্যে আইনী সহায়তা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা প্রদানের নির্দেশ দেন।

তার নির্দেশনার পর পরই নেত্রকোণা জেলা সেলের একটি প্রতিনিধি দল ভিকটিমকে হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে। পাশাপাশি হতদরিদ্র পরিবারটিকে আর্থিক সহায়তা ও সামাজিক পুনর্বাসনের আওতায় আনার পদক্ষেপ নেওয়া হয়।

বক্তারা এ ঘটনায় অভিযুক্ত অন্তর মিয়াকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ৮ এপ্রিল (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আটপাড়া উপজেলার একটি গ্রামে বাড়িতে একা পেয়ে ১৯ বছর বয়সী অন্তর মিয়া শিশুটিকে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়।

পরবর্তীতে রাত ১টার দিকে আহত শিশুটিকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নেত্রকোণা সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় আটপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার জানান, অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




আপনার মূল্যবান মতামত দিন:

সর্বশেষ