নেত্রকোনা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬ হিঃ


দুর্গাপুরে মোমবাতির আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৩ লাখ টাকা

দুর্গাপুরে মোমবাতির আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৩ লাখ টাকা।। ছবিঃ নেত্র ভয়েস
দুর্গাপুরে মোমবাতির আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৩ লাখ টাকা।। ছবিঃ নেত্র ভয়েস

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের ভূলিগাঁও গ্রামে মোমবাতির আগুন থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ঘরের সব আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩ লক্ষ টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগী গৃহকর্তা।

জানা যায়, ভূলিগাঁও গ্রামের হায়দার আলীর ছেলে ইসোহাগ হাসান বাপ্পি রাতের খাবার খাওয়ার জন্য পাশের বাড়িতে যান। ঘরের ভেতরে একটি মোমবাতি জ্বালিয়ে রেখে যান তিনি। কিছুক্ষণ পর হঠাৎ প্রতিবেশীদের চিৎকারে জানতে পারেন তার ঘরে আগুন লেগেছে।

দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা পানি ও বালতি নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও তা ব্যর্থ হয়। পরে দুর্গাপুর ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগী ইসোহাগ হাসান বাপ্পি জানান, “ঘরের ভেতরে থাকা বিছানা, আলমারি, আসবাবপত্র, কাপড়চোপড়সহ কিছুই রক্ষা করা যায়নি। সব পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।”

দুর্গাপুর ফায়ার স্টেশন লিডার মঞ্জুর ফরাজী বলেন, “খবর পেয়েই আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। গিয়ে দেখি ঘরের ভেতরে আগুন জ্বলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোমবাতির আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।”

এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।




আপনার মূল্যবান মতামত দিন:

সর্বশেষ