নেত্রকোনা সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১, ২১ জ্বমাদিউল সানি ১৪৪৬ হিঃ


কেন্দুয়ায় অটোচালক হত্যাকাণ্ড

অটোরিকশা উদ্ধারসহ গ্রেপ্তার আরো একজন

ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়ায় অটোচালক গোলাম রব্বানী হত্যাকান্ডে সাথে জড়িত থাকার অপরাধে জিয়া রহমান (৪২) নামে একজনকে গ্রেপ্তার করেছে কেন্দুয়া থানা পুলিশ। উদ্ধার হয়েছে ছিনতাই হওয়া অটোরিকশাটিও।

অটোরিকশাসহ জিয়া রহমানকে কিশোরগঞ্জের ইটনা উপজেলা থেকে গ্রেপ্তার করেছে কেন্দুয়া থানা পুলিশ।

জিয়া রহমান (৪২) কিশোরগঞ্জের ইটনা উপজেলার রায়টুটি ইউপির কাংলা গ্রামের আব্দুল করিমের ছেলে।

গতকাল বুধবার (৩০ অক্টোবর) গভীর রাতে অভিযান চালিয়ে জিয়া রহমানকে ছিনতাই হওয়া অটোরিকশাসহ ইটনা এলাকা থেকে গ্রেপ্তার করে আজ বৃহস্পতিবার আদালতে সোপর্দ করেছে পুলিশ। ধৃত জিয়া রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেছে মামলার তদন্ত কর্মকর্তা এসআই কামাল আহমেদ।

এরাআগে বুধবার (৩০ অক্টোবর) ভোর রাতে ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাও এলাকা থেকে বকুল মিয়া (৪২) নামে একজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

ধৃত বকুল মিয়া (৪২) নান্দাইল উপজেলার আচারগাও ইউপির ঝাউগড়া গ্রামের কালা মিয়া ছেলে। আদালতে সে হত্যাকান্ডে সাথে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দী দিয়েছে।

সুত্র জানায়, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের গাবর কালিয়ান গ্রামের হায়েছ উদ্দিন ভূঁইয়ার ছেলে নিহত অটোচালক গোলাম রব্বানী (৪৮) কে গত সোমরার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রায়বাজার বাসস্ট্যান্ড থেকে রিজার্ভ ভাড়া করে ফেনারগাতি নিয়ে যায় যাত্রী বেশি দুবৃত্তের একটি দল। ফেনারগাতি মোড় ঘুড়ে ফের রায়বাজার ফেরার পথে বড় কালিনয়ান এলাকায় পৌঁছে অটোচালক গোলাম রব্বানী ওপর হামলা চালায় ওই দুবৃত্তের দল। এক পর্যায়ে গোলাম রব্বানীর গলার নিচে শ্বাস নালিতে ছুরি দিয়ে আঘাত করে হত্যাকান্ড ঘটিয়ে অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যায় তারা। এঘটনায় নিহতের অটোচালক গোলাম রব্বানী ভাগনে হুমায়ুন কবির বাদী হয়ে কেন্দুয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন।মামলায় অজ্ঞাত আসামী করা হয়েছে।

মামলা তদন্ত কর্মকর্তা এসআই কামাল আহমেদ জানান, ধৃত বকুল মিয়া আদালতে সোপর্দ করা হলে সে হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকারোক্তিমূলক জবানবন্দিসহ গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। বকুলের দেয়া তথ্যমতে জিয়াকে অটোরিকশাসহ ইটনা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। দুজনই এই হত্যাকান্ডের সাথে জড়িত। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন জানিয়াছি আদালতে। তার কাছ থেকে আরো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া বলে তিনি মনে করেন।

এব্যাপার কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, তথ্যপ্রযুক্তি সাহায্যে প্রথমে বকুলকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যমতে অটোরিকশাসহ জিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আশাকরি খুব শিঘ্রই এই হত্যাকান্ডের সাথে জড়িত সকলেই ধরা পড়বে এবং মূল রহস্য উদঘাটন হবে।কেন্দুয়ায় অটোচালক হত্যাকান্ড : অটোরিকশা উদ্ধারসহ গ্রেপ্তার আরো একজন




আপনার মূল্যবান মতামত দিন: