নেত্রকোনা সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১, ২১ জ্বমাদিউল সানি ১৪৪৬ হিঃ


দুর্গাপুরে কমরেড মণি সিংহ মেলা উদযাপন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ছবিঃ নেত্র ভয়েস
ছবিঃ নেত্র ভয়েস

নেত্রকোনার দুর্গাপুরে ব্রিটিশ বিরোধী সংগ্রামী, টংক আন্দোলনের মহানায়ক, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড মণি সিংহ মেলা উদযাপন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

 শনিবার বিকেলে মণি সিংহ স্মৃতি জাদুঘর হলরুমে এ সভা অনুষ্ঠিত হয় ।

প্রস্তুতি সভায় কমরেড মণি সিংহ মেলা উদযাপন কমিটির আহবায়ক ও কমরেড মণি সিংহের সুযোগ্য পুত্র কমরেড ডা. দিবালোক সিংহ এর সভাপতিত্বে ও সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীর এর এর সঞ্চালনায় বক্তব্যে রাখেন, মেলা উদযাপন কমিটির অন্যতম সদস্য অজয় কুমার সাহা, সুসঙ্গস্থ ঢাকা সমিতির সভাপতি রফিকুল ইসলাম রফিক, দুর্গাপুর প্রেসক্লাব এর সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, এডভোকেট মানেশ সাহা, কবি বিদ্যুৎ সরকার, কবি লোকান্ত শাওন প্রমুখ। এ সময় দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ, কবি, শিক্ষক, সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ মেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

মতবিনিময় সভায় সকলের মতামতের ভিত্তিতে আগামী ৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারী পর্যন্ত ( সাতদিন ব্যাপী) কমরেড মণি সিংহ মেলা অনুষ্ঠিত হবে এই মর্মে সিদ্ধান্ত হয়।

 আহবায়ক দূর্গাপ্রসাদ তেওয়ারি প্রয়াত হওয়ায় আহবায়ক পদে সভায় সকলের সর্বসম্মতিক্রমে কমরেড ডা. দিবালোক সিংহকে আহবায়ক, অজয় কুমার সাহা ও আব্দুল্লাহ আল মামুন মুকুলকে যুগ্ম আহবায়ক ও কমরেড আলকাছ উদ্দিন মীরকে সমন্বয়কারী ঘোষণা করা হয়।

জেড/এস/নেত্রভয়েস



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: