নেত্রকোনা সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১, ২১ জ্বমাদিউল সানি ১৪৪৬ হিঃ


পূর্বধলায় অর্থনৈতিক শুমারির প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন

পূর্বধলায় অর্থনৈতিক শুমারির প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন

ছবিঃ নেত্র ভয়েস
ছবিঃ নেত্র ভয়েস

নেত্রকোণার পূর্বধলায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ পরিকল্পনা মন্ত্রণালযয়ের অধিনে ও অর্থনৈতিক শুমারি ২০২৩ প্রকল্পের আওতায় অর্থনৈতিক শুমারি ২০২৪ -এর মূল শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগণের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পূর্বধলা বালিকা উচ্চ বিদ্যালয়ে চার দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান। এসময় পরিসংখ্যান কর্মকর্তা মোহাম্মদ জাহিদ আলম, পূর্বধলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসলাম মিয়া, জোনাল অফিসার জাহাঙ্গীর আলম, অজিত সরকার, শাহ্ আলী ও তোফায়েল আহমেদসহ অন্যান্য কর্মকর্তা, কর্মচারীগণ শুমারির সুপারভাইজারগণ ও তথ্য সংগ্রহকারীগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চারদিনের প্রশিক্ষণ শেষে আগামী ১০-২৬ ডিসেম্বর থেকে সারা দেশে অর্থনৈতিক শুমারি পরিচালিত হবে। কাজটি পরিচালনায় পূর্বধলা উপজেলার ১১টি ইউনিয়নের ১৪৬ জন তথ্য সংগ্রহকারী ও ২৭ জন সুপারভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

জেড/এস/নেত্রভয়েস



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: