নেত্রকোনা সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১, ২১ জ্বমাদিউল সানি ১৪৪৬ হিঃ


দুর্গাপুর হানাদার মুক্ত দিবসে অনাথদের মাঝে ফ্রী মেডিকেল ক্যাম্প

ছবিঃ নেত্র ভয়েস
ছবিঃ নেত্র ভয়েস

দুর্গাপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার সকালে   চন্ডিগড় অনাথালয় চত্বরে ফিতা কেটে এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী।

এ মেডিকেল ক্যাম্পে চন্ডিগড় অনাথ আশ্রমের অর্ধ শতাধিক অনাথ ছেলেমেয়েদের  চিকিৎসা সেবা ও পরামর্শ দেয়া হয়।

পাশাপাশি তাদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হান ও মেডিকেল  অফিসার দীপা সরকার। 

পরে এক আলোচনা সভায় শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি পলাশ সাহার সভাপতিত্বে ও দুর্গাপুর সাংবাদিক সমিতির সহ সভাপতি মামুন রণবীর এর সঞ্চালনায় বক্তব্যে রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছাম্মৎ জেবুন্নেছা,সিনিয়র সাংবাদিক মোহন মিয়া, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রিয়াজুল করিম, প্রেসক্লাব সাধারন সম্পাদক জামাল তালুকদার,  দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক রুপক সরকার, পৌর যুবদলের সদস্য সচিব সম্রাট গনি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশারফ হোসেন শাওন, সাবেক ছাত্রদল নেতা হাবিবুর রহমান, কবি লোকান্ত শাওন, কবি বিদ্যুৎ সরকার,  সংস্কৃতিকর্মী শফিউল আলম স্বপন,  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী রাকিব হাসান প্রমুখ।

বক্তারা মুক্তিযুদ্ধের ইতিহাস তরুন প্রজন্মের মাঝে তুলে ধরেন এবং বলেন প্রত্যেকেরই উচিত মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে মানবসেবায় আত্মনিয়োগ করা। দুর্গাপুর হানাদার মুক্ত দিবসে এমন আয়োজন করার জন্য এ ফাউন্ডেশন কে আমন্ত্রিত অতিথিরা ধন্যবাদ জানান।




আপনার মূল্যবান মতামত দিন: