নেত্রকোনা শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬ হিঃ


নানান কর্মসূচির মধ্য দিয়ে খালিয়াজুরীতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকি পালিত

ছবিঃ নেত্র ভয়েস
ছবিঃ নেত্র ভয়েস

নানান কর্মসূচির মধ্য দিয়ে নেত্রকোণার খালিয়াজুরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

এ উপলক্ষ্যে বুধবার (১লা জানুয়ারী) দুুপুর ১২টায় দলীয় অস্থায়ী কার্যালয়ে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহজারুল হক পলিন ও সদস্য সচিব ইয়াসির আরাফাত হৃদয়ের নের্তৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খালিয়াজুরী কলেজ মাঠে এসে শেষ হয়। 

এসময় উপজেলা ছাত্রদলের প্রতিটি ইউনিয়ন ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও তাতিঁদল এর নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।       

পরে ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালনের মাধ্যমে উক্ত প্রতিষ্ঠাবার্ষিকীর সমাপ্তি ঘটে।



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: