খালিয়াজুরীতে আ'লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেফতার

শনিবার (৪ জানুয়ারি) নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার আওয়ামীলীগ ও ছাত্রলীগের চার নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন খালিয়াজুরী সদর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফখরুল হক, মেনদিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মৃত ফজর আলীর ছেলে আব্দুল হেকিম (৫০), উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রাজেশ্বর দেবনাথ রাজু (৩২), ছাত্রলীগের কর্মী সাগর ধর (২৬)।
খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ মোঃ মুকবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০১৮ সালে খালিয়াজুরী থানা বিএনপির অফিস ভাঙচুর ও নাশকতামূলক কারণে বিগত ২০ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখ অত্র উপজেলার সদর যুবদলের সাধারন সম্পাদক মাইনুল ইসলাম রিকন বাদী হয়ে আওয়ামীলীগের ৪৮ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ ২০/৩০ জনকে অজ্ঞাত আসামী করে খালিয়াজুরী থানায় মামলা দায়ের করেন, সেই মামলার আসামীদের গ্রেপ্তার করা হয়েছে। আসামীদেরকে আদালতে সোপর্দ করা হবে।
জেড/এস/নেত্রভয়েস
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: