প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্টে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন কেন্দুয়ার বালক ও বালিকা দল

প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ফুটবল টুর্নামেন্টে নেত্রকোণা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে কেন্দুয়া উপজেলার বালক ও বালিকা দল। সোমবার (২০ জানুয়ারি) বিকালে নেত্রকোণা মুক্তারপাড়া মাঠে এ ফাইনাল খেলা টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উভয়দলের চমকপদক সাফল্যে উচ্ছ্বসিত উপজেলা প্রশাসনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবক ও এলাকাবাসী।
সুত্র জানায়, কেন্দুয়া উপজেলার পক্ষে নূরেছা দুঃখেয়ারগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম মদন উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দলের খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় মদন উপজেলাকে ৬-০ গোলে হারিয়ে নেত্রকোনা জেলার চ্যাম্পিয়ন হয় কেন্দুয়ার বালিকা দল। বালিকা দলের খেলা শেষে একই মাঠে বালক দলের খেলাটি হয়। বালক দলের খেলায় কেন্দুয়া উপজেলার পক্ষে নওপাড়া ইউনিয়নের কাউরাট সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম মোহনগঞ্জ উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলা শেষে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কেন্দুয়ার কাউরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এব্যাপারে কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার জানান,একই সাথে বালক ও বালিকা দল চ্যাম্পিয়ন হয়ে তারা কেন্দুয়াকে গর্বিত করেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে বিভাগীয় পর্যায়ে খেলায়ও যাতে ভাল করতে পারে সেই প্রস্তুতি নেওয়া হবে। তাদের সাফল্যের ধারা যাতে অব্যাহত থাকে সবার কাছে এই দোয়া কামনা করি।
আপনার মূল্যবান মতামত দিন: