নেত্রকোনা শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬ হিঃ


কেন্দুয়ায় রওশন ইজদানী একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কেন্দুয়ায় রওশন ইজদানী একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
কেন্দুয়ায় রওশন ইজদানী একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউপির ঐতিহ্যবাহী রওশন ইজদানী একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন 

প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার। এসময় অন্যদের মাঝে বক্তব্য দেন ওসি মিজানুর রহমান,

উপজেলা একাডেমীক সুপার ভাইজার শামিম আক্তার, কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি সেকুল ইসলাম খান,ইউপি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা বাড়াতে হবে। খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণ অর্জন করে। সাংস্কৃতিক পরিবেশনায় দর্শকদের মাতিয়ে তুলেন শিক্ষার্থীরা।



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: