নেত্রকোনা শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬ হিঃ


নেত্রকোনায় ছাত্র ইউনিয়নের বর্ণমালার মিছিল অনুষ্ঠিত

নেত্রকোনায় ছাত্র ইউনিয়নের বর্ণমালার মিছিল অনুষ্ঠিত।।ছবিঃ নেত্র ভয়েস
নেত্রকোনায় ছাত্র ইউনিয়নের বর্ণমালার মিছিল অনুষ্ঠিত।।ছবিঃ নেত্র ভয়েস

মাতৃভাষায় শিক্ষার অধিকার ও সর্বস্তরে মাতৃভাষা চালুর দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, নেত্রকোনা জেলা সংসদের উদ্যোগে শহরে বর্ণমালার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল ৪টায় জেলা কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে শেষ হয়। পরে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আহাম্মেদ তানভীর মোকাম্মেল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আজিজুর রহমান সায়েম।

বক্তারা বলেন, স্বাধীনতার দীর্ঘ সময় পরও মাতৃভাষার প্রতি বৈষম্য রয়ে গেছে। বিশেষ করে আদিবাসী জনগোষ্ঠী এখনও মাতৃভাষায় শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। তাই, সর্বস্তরে মাতৃভাষার প্রচলন ও সংরক্ষণের দাবি জানান তারা।

সভাপতির বক্তব্যে আহাম্মেদ তানভীর মোকাম্মেল শিক্ষার্থীদের ছাত্র ইউনিয়নের আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান। এরপর সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।




আপনার মূল্যবান মতামত দিন: