নেত্রকোনা শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬ হিঃ


নেত্রকোণা সরকারি কলেজে দুই দিনব্যাপি প্রকাশনা প্রদশর্নী

নেত্রকোণা সরকারি কলেজে দুই দিনব্যাপি প্রকাশনা প্রদশর্নী
নেত্রকোণা সরকারি কলেজে দুই দিনব্যাপি প্রকাশনা প্রদশর্নী

নেত্রকোনা সরকারি কলেজে  বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কলেজ শাখা কর্তৃক  দুই দিনব্যাপি প্রকাশনা প্রদশর্নী- ২০২৫ আজ রবিবার (২ ফেব্রুয়ারী) শেষ হয়েছে।

সরকারি কলেজের একাধিক শিক্ষার্থী "নেত্রভয়েজ ২৪" কে জানান, শিবিরের এ "প্রকাশনা উৎসব" এক নতুন দিগন্ত উন্মোচন করল। এ উৎসব প্রতিবছর যেন অব্যাহত থাকে সেই আশাও ব্যক্ত করেন।

নেত্রকোনা কলেজের শিক্ষার্থী ছাড়াও শহরের অন্যান্য কলেজ, স্কুল, মাদ্রাসার শিক্ষার্থীরা, সুশীল সমাজের ব্যাক্তিগণ, শিশুরাও  তাদের অভিভাকের সাথে অধীর আগ্রহের সাথে বই পড়তে দেখা যায়। এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ব্যক্তিরাও বিভিন্ন স্টল পরিদর্শন করে।

সাধারণ মানুষের এ রকম সুন্দর আয়োজন পরিদর্শন করে শিবিরের প্রশংসা করেন এবং বিগত সময়ে ফ্যাসিস্ট সরকার যে শিবিরকে শুধু রাজনৈতিক কারনে তাদের বিভিন্ন ট্যাগ দেওয়া হতো তাও উল্লেখ করেন। 

অনেক শিক্ষার্থী সেচ্ছায় ইসলামি ছাত্রশিবিরের সমার্থক ফরম পূরণ করেন।অনেকে অভিভাবক নিজ সন্তানকে আদর্শ মানুষ গঠনে শিবিরের হাতে তুলে দেন তারও দৃশ্য দেখা যায়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর আমীর অধ্যাপক রফিকুল ইসলাম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি জনাব মুজাম্মেল হক মিলনসহ জেলা দায়িত্বশীলগণ একাধিকবার এ প্রকাশনা উৎসবের স্টল পরিদর্শনে আসেন।

আকর্ষণীয় ছিল একটি বই জায়গায় স্টলে বসে পড়লে অন্য একটি বই উপহার দেওয়া হতো। স্টল সমুহ মনোমুগ্ধকর কাজে সাজানো।হৃদয় জাগানো স্লোগান যেমন - "আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকব।"

প্রকাশনা প্রদর্শনী বাস্তবায়নে সহযোগিতার জন্য অধ্যক্ষ মহোদয়, শিক্ষক, কর্মচারিবৃন্দ  এবং সকল পর্যায়ের জনশক্তি, শুভাকাঙ্ক্ষী ধন্যবাদ জ্ঞাপন করেন জেলা শিবিরের দায়িত্বশীলগণ  তাদের ভেরিফাই ফেইসবুক আইডি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া যায়। 

প্রসঙ্গত নেত্রকোণা সরকারি কলেজ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কর্তৃক আয়োজিত কলেজের ব্যাডমিন্টন মাঠ গত ১ ফেব্রুয়ারী (শনিবার) দুই দিনব্যাপী "নববর্ষ প্রকাশনা উৎসব- ২০২৫" শুরু হয়। এ উৎসব প্রতিদিন 
সকাল ১০.০০টা থেকে বিকাল ৫.০০ টা পর্যন্ত সকল স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মাধ্যমে মনোরম পরিবেশে তা চলে।



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: