নেত্রকোনা শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬ হিঃ


ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অনার্স শিক্ষার্থীর আত্মহত্যা

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অনার্স শিক্ষার্থীর আত্মহত্যা
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অনার্স শিক্ষার্থীর আত্মহত্যা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে, আমার মৃত্যুর জন্য শামীম দায়ী- এমন স্ট্যাটাস দিয়ে  নেত্রকোনার মদন উপজেলার এক অনার্সের শিক্ষার্থী  আত্মহত্যা করেছেন। তার নাম সাব্বির আহাম্মেদ । তিনি ঢাকা বাংলা কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

সাব্বির মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের আগপাড়ার রফিক মিয়ার ছেলে। আজ বিকাল ৪টার দিকে ময়মনসিংহের একটি ছাত্রাবাসে সিলিং ফ্যানে ঝুুলিয়ে আত্মহত্যা করেন।  

মৃত্যুর আগে যে স্ট্যাটাসটি দিয়েছিল সাব্বির তা হুবহুব তুলে ধরা হলো, আমার মৃত্যুতে কাউকে  দায়ী করতে যাবেন না,শুধু জেরিনের বড় ভাই শামীম ছাড়া। আমার এই পরিস্থি’তির জন্য সম্পূর্ণ দায়ী শামীম।  আমার জেরিনকে  ব্ল্যাকমেইল   আমার থেকে দূরে সরিয়েছে।  আমি চাই আমার লক্ষীটা সব সময় ভালো থাকুক। আম্মু-আব্বু আমাকে ক্ষমা করে দিও।  তোমাদের কথা রাখতে পারলাম না।

এ দিকে সাব্বিরের চাচা ওয়াসিম মিয়া যুগান্তরকে জানান, আমার ভাতিজা জেরিন নামে একটি মেয়েকে ভালবাসত। আমার ভাই ভাবী জেরিনদেও বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল। কিন্তু তাদের পরিবার বিয়ে দিতে রাজি হয়নি। এমনকি তারা তাদেরকে অপমান করেছে। এর পরেও গতকাল মেয়েটি পার্কে দেখা করতে আসার কথা ছিল। কিন্তু জেরিনের ফোনটি বন্ধ করে তার বড় ভাই শামীম পার্কে এসে সাব্বিরকে অপমান করেছে।  হয়তো বিষয়টি সাব্বির সহজভাবে মেনে নিতে পারেনি। এর জন্যই আজ আমার ভাতিজা আত্মত্যার বিষয়টি বেচেঁ নিয়েছে।




আপনার মূল্যবান মতামত দিন: