নেত্রকোনা শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬ হিঃ


কেন্দুয়ায় মাকে ছেলের মারধর, শাসন করতে গিয়ে ভাগ্নের হাতে মামা খুন

কেন্দুয়ায় মাকে ছেলের মারধর, শাসন করতে গিয়ে ভাগ্নের হাতে মামা খুন।। ছবিঃ প্রতীকি
কেন্দুয়ায় মাকে ছেলের মারধর, শাসন করতে গিয়ে ভাগ্নের হাতে মামা খুন।। ছবিঃ প্রতীকি

নেত্রকোণার কেন্দুয়ায় পারিবারিক কলহের জেরে এক নারীকে মারধর করছিলেন তার ছেলে। তখন শাসন করতে গিয়ে ভাগ্নের লাঠির আঘাতে মামার প্রাণ হারাতে হয়েছে ।

মঙ্গলবার রাতে ময়নসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান কাঞ্চন মিয়া। এর আগে উপজেলার নওপাড়া ইউনিয়নের নওপাড়া গ্রামে মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে বলে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান।

নিহত ৬০ বছর বয়সী কাঞ্চন মিয়ার বাড়ি নওপাড়া ইউনিয়নের পোড়াবাড়ী গ্রামে। তার বাবার নাম কাউছু মিয়া।

তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

কাঞ্চনের ভাগ্নে ২০ বছর বয়সী মাজহারুল ঘটনাস্থল নওপাড়া গ্রামের সেলিম মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক।

ওসি মিজানুর রহমান বলেন, মাজহারুল প্রায় সময়ই তার মা মাজেদা আক্তারকে শারীরিক ভাবে নির্যাতন করতেন। মঙ্গলবার তিনি মাকে আবারও মারধর করেন। মাজেদা সহ্য করতে না পেরে ছেলের অত্যাচার নির্যাতনের কথা ভাই কাঞ্চন মিয়াকে জানান।

মাজহারুল ভাগ্নে কাঞ্চনকে শাসন করলে তিনি উত্তেজিত হয়ে ওঠেন। এক পর্যায়ে মামার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। পরে স্থানীয় লোকজন কাঞ্চনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।

ঘটনার পর মাজহারুল পালিয়ে গেছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।




আপনার মূল্যবান মতামত দিন: