নেত্রকোনা বৃহঃস্পতিবার, ১৭ই এপ্রিল ২০২৫, ৪ঠা বৈশাখ ১৪৩২, ১৮ শাওয়াল ১৪৪৬ হিঃ


প্রশাসন ব্যবস্থা পরিচ্ছন ও সংস্কার করে নির্বাচন দিতে যে সময় লাগবে জামায়াত তা দিতে প্রস্তুত -মিয়া গোলাম পরওয়ার

প্রশাসন ব্যবস্থা পরিচ্ছন ও সংস্কার করে নির্বাচন দিতে যে সময় লাগবে জামায়াত তা দিতে প্রস্তুত -মিয়া গোলাম পরওয়ার।।ছবিঃ নেত্র ভয়েস
প্রশাসন ব্যবস্থা পরিচ্ছন ও সংস্কার করে নির্বাচন দিতে যে সময় লাগবে জামায়াত তা দিতে প্রস্তুত -মিয়া গোলাম পরওয়ার।।ছবিঃ নেত্র ভয়েস

প্রশাসনকে পরিচ্ছন ও সংস্কার করে নির্বাচন দিতে যে সময় লাগবে বাংলাদেশ জামায়াত ইসলামী দিতে প্রস্তুত আছে জানালেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেলারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

তিনি বর্তমান সরকারকে নির্বাচনের একটি সম্ভাব্য তারিখ জানানোরও অনুরোধ জানান তিনি তার বক্তব্যে আরও বলেছেন খুনি হাসিনা ভারতে বসে বিজেপি সরকারের সহযোগীতায় বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করছে। হাসিনা নতুন করে আবার বাংলাদেশের একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য ভারতে বসে বিভিন্ন উষ্কানিমূলক বক্তব্য রাখছেন। এই উষ্কানির কারণেই ছাত্রজনতা ধানমন্ডির বাড়ীসহ দেশের ৩৫টি জেলায় হামলা ভাংচুর করেছে। 

সুদীর্ঘ ১৭ বছর পর প্রথমবারের মতো শনিবার দুপুরে(০৮ ফেব্রুয়ারী ২০২৫ইং) নেত্রকোনা জেলা জামায়েত ইসলামীর উদ্যোগে আয়োজিত এক বিশাল জেলা কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন হাসিনার শাসনামলে দেশের মানুষের উপর যে নির্যাতন চালানো হয়েছিল সেই নির্যাতনে ক্ষোভের কারণেই দেশের বিভিন্ন জায়গায় এখনো হামলা হচ্ছে। তিনি নেতা কর্মীসহ ছাত্রজনতাকে দেশের আইনশৃংখ্যলা রক্ষায় সকলকে শান্ত থাকার আহবান ও জানান উক্ত সমাবেশে।

নেত্রকোনা জেলা জামায়েত এর আমীর অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ এর সভাপতিত্বে ও জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহাবুবুর রহমান এবং এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক মাছুম মোস্তফার পরিচালনা ও সঞ্চালনায় শহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে জেলা কর্মী সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়েত ইসলামীর কেন্দ্রীয় পরিষদের সদস্য ও প্রচার সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ,কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. ছামিউল হক ফারুকী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মনজুরুল ইসলাম ভূইয়া,সাবেক আমির অধ্যাপক মাও. এনামূল হক সহ নেত্রকোনা জেলা ও উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ।

এর আগে সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা ও পৌরএলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে এসে যোগ দেন দলীয় নেতাকর্মীরা। 

বিকালে সম্মেলন শেষে সায়মুম ও মহানগর শিল্পীগোষ্ঠী নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেত্রকোনা জেলা কর্মী সম্মেলনের সমাপ্তি হয়।




আপনার মূল্যবান মতামত দিন: