দূর্গাশ্রম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত

নেত্রকোনার আটপাড়ার দূর্গাশ্রম উচ্চ বিদ্যালয়ের বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন আমিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান, উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খায়রুল কবীর তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রফিক তালুকদার, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল্পনা নাসরিন, মাইন উদ্দিন, আবু হোসাইন সুমনসহ অন্যান্য সহকারী শিক্ষক/শিক্ষিকাবৃন্দ, সাংবাদিকবৃন্দ।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: