নেত্রকোনায় কলেজ শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস সার্ভিস উদ্বোধন

নেত্রকোনা সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের যাতায়াতের জন্য সাতটি রোডে বিনামূল্যে বাস সার্ভিস চালু করা হয়েছে। বুধবার দুপুরে নেত্রকোনা সরকারি কলেজ কর্তৃপক্ষ এ বাস সার্ভিস চালুর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।
নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট অর্থপেডিক চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে বাস সার্ভিস উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান।
নেত্রকোনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু তাহের খানের সভাপতিত্বে অধ্যাপক ইদ্রীস আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নেত্রকোনা সরকারি কলেজের উপাধ্যক্ষ আবদুল কাদির ফকির, জেলা বিএনপির সাবেক সাবেক সহ সভাপতি ইমরান খান চৌধুরী, সবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মজিবুর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, এস এম মনিরুজ্জামান দুদু, নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সদস্য সচিব ম. কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আবদুল্লাহ আল মামুন খান রনি, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাহবুবুর রহমান, এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মাসুম মোস্তফা, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম, সাধারণ সম্পাদক অনিক মাহাবুব চৌধুরী, নেত্রকোনা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আবুল কালাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রকোনা সরকারি কলেজ শাখার সদস্য সচিব আশরাফুল আলম অপূর্ব প্রমুখ।
আলোচনা সভা শেষে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে বাস সার্ভিস উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আনোয়ারুল হক।
নেত্রকোনা সরকারি কলেজের অধ্যক্ষ আবু তাহের খান সাংবাদিকদের জানান, কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ও হতদরিদ্র শিক্ষার্থীদের ক্লাসমূখী করার লক্ষ্যে সাতটি রোডেএ বাস সার্ভিস চালু করা হয়েছে। এই বাস সার্ভিসে তিনটি বিআরটিসি এবং একটি কলেজের নিজস্ব বাস যুক্ত করা হয়েছে। রোডগুলো হচ্ছে- ময়মনসিংহ, বারহাট্টা, আটপাড়া ও অভয়পাশা, কেন্দুয়ায় রামপুর, পূর্বধলার চৌরাস্তা ও শ্যামগঞ্জ। প্রতিদিন সকাল ৮ টায় বিভিন্ন পয়েন্ট থেকে বাসগুলো কলেজের শিক্ষার্থীদের নিয়ে কলেজ অভিমুখে রওনা হবে এবং কলেজ শেষে পুনরায় ছাত্র-ছাত্রীদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।
কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ আইডি কার্ড প্রদর্শন করে বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: