দুর্গাপুরে ভারতীয় মদ পাচারকালে স্বামী-স্ত্রীসহ ৩ জন আটক, উদ্ধার ১৭ বোতল মদ!

নেত্রকোনার দুর্গাপুরে ১৭ বোতল ভারতীয় মদসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে দুইজন স্বামী-স্ত্রী।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে দুর্গাপুর উপজেলার ২ নম্বর সদর ইউনিয়নের আত্রাখালী এলাকায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন গাজীপুর জেলার শ্রীপুর থানার কেওয়া গ্রামের শাকিল আহমেদ (৩০), তার স্ত্রী মোছাঃ তানিয়া (২৪) এবং ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ধাগঘড়া গ্রামের মোঃ সুমন (২২)।
জানা গেছে, রবিবার সকালে নেত্রকোণা ব্যাটেলিয়ন ৩১ বিজিবির সদস্যরা সীমান্তে টহল দেওয়ার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আত্রাখালী এলাকায় পৌঁছান। সেখানে তাদের সঙ্গে থাকা ব্যাগ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় বিজিবির নলুয়াপাড়া বিওপির নায়েক মোঃ আব্দুল লতিফ বাদী হয়ে মামলা দায়ের করেন। এরপর আটককৃতদের পুলিশ হস্তান্তর করা হয়। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, মামলার পর সোমবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হবে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: