নেত্রকোনা শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬ হিঃ


আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা ।।ছবিঃ নেত্র ভয়েস
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা ।।ছবিঃ নেত্র ভয়েস

নেত্রকোনার পূর্বধলায় উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার রিজওয়ানা কবীর'র সভাপতিত্বে উপস্থিত ছিলেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ সহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

একুশের চেতনাকে ছড়িয়ে দিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুষ্পস্তবক অর্পণসহ দিবস কেন্দ্রিক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।




আপনার মূল্যবান মতামত দিন: