মোহনগঞ্জে লিটল স্টার কিন্ডারগার্টেনের বার্ষিক পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নেত্রকোনার মোহনগঞ্জে লিটল স্টার কিন্ডারগার্টেন এর বার্ষিক পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে এ অনুষ্ঠান হয়। চলে বিকাল ৩টা পর্যন্ত।
এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাসুদা হক। এসময় অনুষ্ঠানে শিক্ষক আব্দুল্লাহ আল হাদী হৃদয় ও জামাল উদ্দিনসহ প্রতিষ্ঠানে শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলো।
অনুষ্ঠানে ক্ষুদে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, গান, নৃত্য পরিবেশন করে। পরে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
জানা গেছে, ২০০৫ সালে পৌরশহরের টেংগাপাড়া এলাকায় উপজেলা পরিষদ সংলগ্ন লিটল স্টার কিন্ডারগার্টেন প্রতিষ্ঠিত হয়। এতে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পড়াশোনা করানো হয়। প্রতিষ্ঠার পর থেকে জেলা-উপজেলা ও বিভাগে পর্যায়ে বিভিন্ন বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের ছাপ রেখেছে লিটল স্টার কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা। এতে বাংলা -ইংরেজি শিক্ষার পাশাপাশি ২০২৪ সাল থেকে নূরানী পদ্ধতিতে আরবি শিক্ষা অন্তর্ভুক্ত করা হয়। খেলাধুলার পাশাপাশি ইংরেজি বিষয়ে গুরুত্ব দিয়ে স্পোকেন ইংলিশ ক্লাশ করানো হয়।
এ বিষয়ে প্রধান শিক্ষক মাসুদা হক বলেন, প্রতিবছর এই অনুষ্ঠানটি আমরা একটু ভিন্ন পরিবেশে ঝাকজমকপূর্ণভাবে করার চেষ্টা করি। সময়ের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, মেধার বিকাশ, আদর্শ দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলা, মানবিক মূল্যবোধ শেখানো, খেলাধুলা, সংস্কৃতি বিকাশ সহ সকল বিষয়ে শিক্ষিত করে তুলতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। গত বছর থেকে আরবি শিক্ষা, হাদিস শিক্ষা ও নূরানী পদ্ধতিতে কুরআন শরীফ শিক্ষার জন্য আলাদা একটি ক্লাশ শুরু করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: