বারহাট্টায় প্লাস্টিক পণ্যের বিকল্প ব্যবহার বিষয়ক কর্মশালা

নেত্রকোণার বারহাট্টায় তারুণ্যের উৎসবে প্লাস্টিক পণ্যের বিকল্প ব্যবহার বিষয়ক কর্মশালা ও প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমের উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসানের সভাপতিত্ব ও সঞ্চালনায় অন্যদের বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, সমাজসেবা অফিসার গোলাম হোসাইন, বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ, বিএনপি’র সাবেক সভাপতি মোঃ রহমত আলী তালুকদার, সমন্বয়ক সৈকত প্রমুখ।
এছাড়াও বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: