নেত্রকোনা শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬ হিঃ


কেন্দুয়ায় ৯ বাড়িতে খড়ের গাদায় আগুন : লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি

কেন্দুয়ায় ৯ বাড়িতে খড়ের গাদায় আগুন : লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি।।ছবিঃ নেত্র ভয়েস
কেন্দুয়ায় ৯ বাড়িতে খড়ের গাদায় আগুন : লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি।।ছবিঃ নেত্র ভয়েস

নেত্রকোণার কেন্দুয়ায় রাতের আধারে দুবৃত্বের আগুনে পুড়েছে ৯ বাড়ির খড়ের গাদা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) শেষ রাতে উপজেলার সান্দিকোনা ইউপির সান্দিকোনা গ্রামে এ নেক্কারজনক ঘটনাটি ঘটেছে।

এতে প্রায় লক্ষাধিক টাকার গুখাদ্যের ক্ষয়ক্ষতি হয়েছে দাবী ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর। ক্ষতিগ্রস্তরা হলেন সান্দিকোনা গ্রামের আব্বাস আলী ছেলে শাহাবুদ্দিন, ইসলাম উদ্দিনের ছেলে আতাবুর রহমান, ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম সবুজ,আব্বাস আলীর ছেলে লেহাজ উদ্দিন, আব্দুল খালেকের ছেলে জানু মিয়া,আবুল কালামের ছেলে আব্দুল হামিদ,আবুল কালামের স্ত্রী হামিদা খাতুন, আব্দুল জব্বারের স্ত্রী জুবেদা খাতুন, আব্বাস আলীর ছেলে হাসান আলী।

প্রতি পরিবারের অন্ততপক্ষে ১০ থেকে ১৫ হাজার টাকা করে ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানায়,মঙ্গলবার রাত ৪টার দিকে মানুষের ডাকচিৎকার শুনে তাদের ঘুম ভাঙে এবং থেকে তাদের গুখাদ্য খড়ের গাদাগুলি আগুনে পুড়ছে। তাদের ধারণা কেউ হয়তো শত্রুতা পোষণ করে এই ক্ষতি করেছে। এতে লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করছেন তারা।

স্থানীয় বিএনপি নেতা শাহীন মিয়া জানান, এই অগ্নিকান্ডের ঘটনাটি যে বা যারা ঘটিয়েছে খুবই নিন্দনীয় কাজ করেছে। বোবা প্রাণী খাদ্য বিনষ্ট করা এটা কোন মানুষের কাজ হতে পারে না। এটা অমানুষের কাজ। তদন্ত সাপেক্ষে অপরাধীকে খুঁজে বের করা হোক এবং তাদের দৃষ্টান্তমুলক বিচার চাই।

কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান,ভোররাতে এঘটনাটি ঘটে শুনেছি। ঘটনাটি খুবই দুঃখজনক। এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।




আপনার মূল্যবান মতামত দিন: