নেত্রকোনা শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬ হিঃ


বারহাট্টায় তারণ্যের উৎসবে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বারহাট্টায় তারণ্যের উৎসবে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।।ছবিঃ নেত্র ভয়েস
বারহাট্টায় তারণ্যের উৎসবে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।।ছবিঃ নেত্র ভয়েস

নেত্রকোনার বারহাট্টায় এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এ প্রতিপাদ্যের আলোকে তারুণ্যের উৎসবে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার উপজেলার আয়োজনে বারহাট্টা মিনি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপি’র সভাপতি ও বারহাট্টা প্রেসক্লাবের আহ্বায়ক শামস উদ্দিন আহমেদ বাবুল, বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ, বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, রেজাউল করিম, বাংলাদেশ জাতায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বাছির প্রমুখ। 

এ খেলায় মেডিকেল টিমের দায়িত্ব পালন করেন বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সৌরভী ভৌমিক, সহকারী মেডিকেল অফিসার মোঃ হারুন অর রশিদ।  

খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে বারহাট্টা মডেল একাদশ বনাম বারহাট্টা একাদশ। বারহাট্টা একাদশকে ১-০ গোলে হারিয়ে মডেল একাদশ বিজয় অর্জন করে। 

বিজয়ী দলের হাতে ট্রপি তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান।  

ধারা ভাষ্যকার হিসাবে দায়িত্ব পালন করেন বারহাট্টা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাহবুবুল আলম।




আপনার মূল্যবান মতামত দিন: