আনন্দঘন পরিবেশে দি লাইসিয়াম চাইল্ড স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নের কাপাসাটিয়া এলাকার দি লাইসিয়াম চাইল্ড স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দিনব্যাপী বিদ্যালয় চত্বরে আনন্দঘন পরিবেশে এ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হয়।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও পরে জাতীয় সংগীত শেষে মশাল প্রজ্জলনের মধ্যদিয়ে গানে গানে মুখরিত ডিসপ্লে প্রদর্শন করা হয়। শিক্ষার্থীরা দৌড়, লংজাম, হাইজাম, , ব্যাঙের লড়াই, মোরগের লড়াই, বিস্কুট খেলা এবং যেমন খুশি তেমন সাজোসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক আলহাজ্ব আজিজুল হক ফকির এর সভাপতিত্বে ও প্রভাষক নজরুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও শিক্ষানুরাগী রফিকুল ইসলাম, শিক্ষানুরাগী স্বপন স্ন্যানাল, শিক্ষানুরাগী সাহাবউদ্দিন সরকার,পথ পাঠাগার সভাপতি নাজমুল হুদা সারোয়ার, বিরিশিরি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল বাশার, বিরিশিরি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তারা মিয়া, কবি সজীম শাইন।
এছাড়াও বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক, সাংবাদিক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: