বারহাট্টায় ধর্ষন মামলার আসামী আটক

নেত্রকোণার বারহাট্টা উপজেলায় বিধবা নারীকে ধর্ষনের অভিযোগে বোরহান উদ্দিন (২২) নামে এক যুবককে আটক করেছে বারহাট্টা থানা পুলিশ।
আটককৃত বোরহান উদ্দিন আসমা ইউনিয়নের গাভারকান্দা গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে। পেশায় মুদি ব্যবসায়ী ও ৩ সন্তানের জনক।
শনিবার বারহাট্টা থানার পুলিশ ফোর্সের প্রহরায় আদালতে প্রেরণ করা হয়েছে। বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে শুক্রবার গাভারকান্দা গ্রামে অভিযুক্তের নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বিধবা নারীর শয়ন কক্ষে ঢুকে ভয় দেখিয়ে ধর্ষন করে। শয়ন কক্ষে ঢুকে ভয় দেখিয়ে ধর্ষনের অভিযোগে তিনি বাদী হয়ে অভিযুক্ত বোরহান উদ্দিনের বিরুদ্ধে বারহাট্টা থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন।
এ মামলার প্রেক্ষিতে বারহাট্টা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে গাভারকান্দা নিজ বাড়ী থেকে অভিযুক্ত বোরহান উদ্দিনকে আটক করে বারহাট্টা থানায় নিয়ে আসে। আইনী প্রক্রিয়া শেষে তাকে নেত্রকোণা আদালতে প্রেরণ করা হয়েছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: