নেত্রকোনা শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬ হিঃ


নেত্রকোণায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের জেলা সম্মেলন

নেত্রকোণায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের জেলা সম্মেলন।।ছবিঃ নেত্র ভয়েস
নেত্রকোণায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের জেলা সম্মেলন।।ছবিঃ নেত্র ভয়েস

নেত্রকোণা জেলা প্রেসক্লাব হলরুমে শনিবার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বিভিন্ন উপজেলার মাদ্রাসা শিক্ষকরা অংশগ্রহণ করেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ ডা. মো. শাহজাহান মাদানী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাওলানা এ এস এম নাসির উদ্দিন এবং সঞ্চালনা করেন সংগঠনের জেলা সেক্রেটারি মাওলানা জুবায়ের আহমেদ।

সম্মেলনের উদ্বোধন করেন নেত্রকোনা জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা সাদেক আহমেদ হারিছ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন অধ্যক্ষ ড. মাওলানা মুহাম্মদ আবু ইউসুফ খান, অধ্যক্ষ, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ঢাকা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
অধ্যক্ষ হাফেজ মুফতি মোহাম্মদ ফারুক আহমেদ, কেন্দ্রীয় সাবেক সেক্রেটারি, মাওলানা এনামুল হক, সাবেক জেলা আমির, নেত্রকোনা, মো. খাইরুল কবির নিয়োগী, সাবেক জেলা সভাপতি, অধ্যাপক মাসুম মোস্তফা, সাবেক সভাপতি, মোহাম্মদ দেলোয়ার উদ্দিন জাহিদ, সাবেক সভাপতি।

এছাড়া বক্তব্য রাখেন মদন উপজেলা সভাপতি মো. শামসুল আলম, খালিয়াজুরী উপজেলা সভাপতি মো. হারুনুর রশিদসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।

বক্তারা মাদ্রাসা শিক্ষার উন্নয়ন, শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠা, গুণগত শিক্ষা বিস্তার এবং শিক্ষাব্যবস্থার চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে আলোচনা করেন।

সম্মেলনে নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলার সভাপতি, সেক্রেটারি ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের প্রায় ৫ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষকদের ভূমিকা ও দায়িত্ব সম্পর্কে দিকনির্দেশনা দেন এবং ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।




আপনার মূল্যবান মতামত দিন: