নেত্রকোনা শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬ হিঃ


মোহনগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

মোহনগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন।।ছবিঃ নেত্র ভয়েস
মোহনগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন।।ছবিঃ নেত্র ভয়েস

২১ ফেব্রুয়ারি (শুক্রবার) মোহনগঞ্জ আলী উসমান শিশু পার্কে মোহনগঞ্জ পৌরসভা ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ময়মনসিংহ মহানগরীর সাংগঠনিক সম্পাদক, জনাব অধ্যাপক আল হেলাল তালুকদার। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেত্রকোনা জেলার উলামা বিভাগের সভাপতি মাও নুরুল্লাহ ভূইয়া। 
জনাব মোফাজ্জল হোসেন সবুজ আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনগঞ্জ উপজেলা শাখা।
এটি এম হামিদ উল্লাহ তালুকদার, নায়বে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনগঞ্জ উপজেলা শাখা।

মোহনগঞ্জ উপজেলার সেক্রেটারি জনাব জায়েদ হাসানের সঞ্চলানায় এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ১ নং ইউনিয়নের সভাপতি, জনাব হাফেজ সোহরাব আলী খানের অর্থসহ আল কুরআন তেলাওয়াতের মাধ্যমে  বিকাল ৩.০০টায় এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানটি শুরু হয়।

প্রধান অতিথির বক্তব্যে আল হেলাল তালুকদার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীরা  পদ, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান হওয়ার জন্য রাজনীতি করে না।আল্লাহ তালার রাজি খুশির পাশাপাশি  বৈষম্যহীন সমাজ, সুদ, ঘুষ, দুর্নীতিমুক্ত রাষ্ট্র  গড়াই ওদের একমাত্র  লক্ষ্য।

স্থানীয় দায়িত্বশীলদের মধ্যে বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ আলী, জনাব নজরুল ইসলাম, শহীদুল্লাহ কাওসার, মাহফুজুর রহমান এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মোহনগঞ্জ উপজেলার সভাপতি  ফারাবী রহমান।

আলোচনা শেষে ভাষা শহীদদের আত্না মাগফিরাত কামনা করে দোয়া করেন মাও: নূরুল্লাহ ভূইয়া।




আপনার মূল্যবান মতামত দিন: