নেত্রকোনা শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬ হিঃ


আটপাড়ার তেলিগাতী সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ

আটপাড়ার তেলিগাতী সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ।।ছবিঃ নেত্র ভয়েস
আটপাড়ার তেলিগাতী সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ।।ছবিঃ নেত্র ভয়েস

ক্রীড়ানন্দে গড়বো দেশ বৈষম্যহীন বাংলাদেশ  এই প্রতিপাদ্যে নেত্রকোনার আটপাড়ার তেলিগাতী সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।  

রোববার সকাল ১১ টায়, কলেজ মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  

এতে  প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা,  সহকারী পুলিশ সুপার (আটপাড়া-কেন্দুয়া) সার্কেল গোলাম মোহাম্মদ মোস্তফা, উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান, প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য রফিক তালুকদার, তেলিগাতী সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আজিজুল হক চন্দনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক  ও শিক্ষক পরিষদের সম্পাদক মোশাররফ হোসেন,  অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. শফিকুল ইসলাম খান, মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মাসুম মিয়া, ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক মাসুদ রানা। 




আপনার মূল্যবান মতামত দিন: