নেত্রকোনা শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬ হিঃ


নেত্রকোণায় বাবরের আগমনে যেন প্রান ফিরে পায় গৌরীপুর ও পূর্বধলা বিএনপি 

নেত্রকোণায় বাবরের আগমনে যেন প্রান ফিরে পায় গৌরীপুর ও পূর্বধলা বিএনপি ।।ছবিঃ নেত্র ভয়েস
নেত্রকোণায় বাবরের আগমনে যেন প্রান ফিরে পায় গৌরীপুর ও পূর্বধলা বিএনপি ।।ছবিঃ নেত্র ভয়েস

নেত্রকোনার ভাটি বাংলার সিংহপুরুষ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবর দীর্ঘ ১৭ বছর ৭ মাস কারাবাসের পর নিজ জন্মভূমিতে ফেরার পথে ময়মনসিংহ ও নেত্রকোনার বিএনপি নেতাকর্মীদের ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। 

২৩ ফেব্রুয়ারি, রবিবার, নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের বেলতলী গ্রামে রাজপথে অপেক্ষারত বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন।

গৌরীপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আহাম্মদ তাইবুর রহমান হিরন তাকে ফুল দিয়ে স্বাগত জানান। 

এরপর শ্যামগঞ্জ বাজারে পূর্বধলা বিএনপির পক্ষ থেকে নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার তাকে শুভেচ্ছা জানান।

এ সময় পুরো রাজপথ "ভাটি বাংলার মাটি, বাবর ভাইয়ের ঘাটি" স্লোগানে মুখরিত হয়ে ওঠে। নেতাকর্মীদের আবেগঘন সংবর্ধনায় অভিভূত হয়ে লুৎফুজ্জামান বাবর বলেন, "দীর্ঘ ১৭ বছর পর মুক্ত বাতাসে ফিরে আসতে পেরে আল্লাহর প্রতি শোকরিয়া আদায় করছি। ত্যাগী নেতাদের সঙ্গে নিয়ে আমরা আবার দেশের স্বার্থে রাজপথে নামবো।

তিনি আরও বলেন, "সামনে জাতীয় নির্বাচন। তাই বিএনপির সকল কর্মী ও নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সব ধরনের অপকর্ম থেকে বিরত থাকতে হবে। গৌরীপুর ও পূর্বধলার মানুষের পাশে আমি সবসময় ছিলাম, আছি এবং থাকবো।

লুৎফুজ্জামান বাবরের এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে গৌরীপুর ও পূর্বধলার বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে।




আপনার মূল্যবান মতামত দিন: